নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদান দেওয়া হবে। আজ বুধবার দুপুরে চৌকি পেতে বঙ্গবাজারে ব্যবসা কার্যক্রম উদ্বোধন করতে এসে এমন ঘোষণা দিয়েছেন ডিএসসিসি মেয়র ফজলে নূর তাপস।
মেয়র বলেন, ‘ব্যবসায়ীদের পুনর্বাসনে সহায়তা ছাড়াও ঢাকা সিটি করপোরেশন মানবিকভাবে ২ কোটি টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেবে। ঢাকা শহরকে আমরা ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তুলব। নিছক একটি দুর্ঘটনার জন্য যে ভয়াবহ ক্ষতি হয়ে গেল, সেটা যেন আর কোনো দিন না হয়। ভবিষ্যতে দুর্যোগ-পরবর্তী সময় মোকাবিলা করার জন্য আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে স্থায়ী কমিটি গঠন করে দিয়েছি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘আপাতত খোলা আকাশের নিচে দোকানিরা বসছেন। পর্যায়ক্রমে ত্রিপল ও বিদ্যুতের ব্যবস্থাও হবে। ব্যবসায়ীরা রাতেও বসতে পারবেন। ঈদের আগে সাময়িকভাবে ব্যবসার সুযোগ করে দেওয়া হয়েছে। ঈদের পরে পূর্ণাঙ্গভাবে পুনর্বাসনের ব্যবস্থা হবে।’
ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘আজ থেকে পূর্ণ উদ্যমে এখানে ব্যবসা পরিচালনা হবে। আমাদের এখানে পাঁচটি পরিত্যক্ত ভবন ছিল, সেগুলো আমরা সরিয়ে ফেলেছি। আরও একটি বাকি আছে, সেটিও আজকের মধ্যে হয়ে যাবে। আগে এখানে দোকানমালিকেরা যেভাবে ব্যবসা করতেন, তাঁদের সেভাবেই জায়গা দেওয়া হয়েছে। আমরা তালিকাভুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের তাঁদের স্ব-স্ব জায়গায় বসিয়ে দিতে পারছি। আমরা ঈদের আগে যদিও পূর্ণভাবে তাদের ক্ষতি পূরণ করতে পারব না, কিন্তু ঈদের পরে তাদের পূর্ণভাবে পুনর্বাসনের ব্যবস্থা করব। সেটা কীভাবে করর তা ব্যবসায়ী প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।
আরও খবর পড়ুন:

রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদান দেওয়া হবে। আজ বুধবার দুপুরে চৌকি পেতে বঙ্গবাজারে ব্যবসা কার্যক্রম উদ্বোধন করতে এসে এমন ঘোষণা দিয়েছেন ডিএসসিসি মেয়র ফজলে নূর তাপস।
মেয়র বলেন, ‘ব্যবসায়ীদের পুনর্বাসনে সহায়তা ছাড়াও ঢাকা সিটি করপোরেশন মানবিকভাবে ২ কোটি টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেবে। ঢাকা শহরকে আমরা ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তুলব। নিছক একটি দুর্ঘটনার জন্য যে ভয়াবহ ক্ষতি হয়ে গেল, সেটা যেন আর কোনো দিন না হয়। ভবিষ্যতে দুর্যোগ-পরবর্তী সময় মোকাবিলা করার জন্য আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে স্থায়ী কমিটি গঠন করে দিয়েছি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘আপাতত খোলা আকাশের নিচে দোকানিরা বসছেন। পর্যায়ক্রমে ত্রিপল ও বিদ্যুতের ব্যবস্থাও হবে। ব্যবসায়ীরা রাতেও বসতে পারবেন। ঈদের আগে সাময়িকভাবে ব্যবসার সুযোগ করে দেওয়া হয়েছে। ঈদের পরে পূর্ণাঙ্গভাবে পুনর্বাসনের ব্যবস্থা হবে।’
ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘আজ থেকে পূর্ণ উদ্যমে এখানে ব্যবসা পরিচালনা হবে। আমাদের এখানে পাঁচটি পরিত্যক্ত ভবন ছিল, সেগুলো আমরা সরিয়ে ফেলেছি। আরও একটি বাকি আছে, সেটিও আজকের মধ্যে হয়ে যাবে। আগে এখানে দোকানমালিকেরা যেভাবে ব্যবসা করতেন, তাঁদের সেভাবেই জায়গা দেওয়া হয়েছে। আমরা তালিকাভুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের তাঁদের স্ব-স্ব জায়গায় বসিয়ে দিতে পারছি। আমরা ঈদের আগে যদিও পূর্ণভাবে তাদের ক্ষতি পূরণ করতে পারব না, কিন্তু ঈদের পরে তাদের পূর্ণভাবে পুনর্বাসনের ব্যবস্থা করব। সেটা কীভাবে করর তা ব্যবসায়ী প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।
আরও খবর পড়ুন:

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাটে উল্টে যাওয়া বালুবাহী ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
১০ মিনিট আগে
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ১৭ কোটি টাকার সম্পদ রয়েছে এবং ব্যক্তিগত দেনা রয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা। তাঁর বার্ষিক আয় ৪৭ লাখ ৫৯ হাজার ৭১২ টাকা।
১ ঘণ্টা আগে
বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৮ ঘণ্টা আগে