বিশেষ প্রতিনিধি, ঢাকা

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয় , দ্বিতীয় ইঞ্জিনে পাখির ধাক্কা লাগার পরপরই ফ্লাইটটি অবতরণে বাধ্য হয়। উড়োজাহাজটিতে ১১ জন ক্রু ও ২৮০ জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদে রয়েছেন।
ফ্লাইট TK713 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী ছিল। সফলভাবে উড্ডয়নের কিছুক্ষণ পর পাখির ধাক্কায় ইঞ্জিনে তীব্র কম্পন অনুভূত হয়।
ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগ জানিয়েছে, পাখির ধাক্কার পরপরই দ্বিতীয় ইঞ্জিনে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। তবে ফ্লাইট ক্যাপ্টেন নিশ্চিত করেন, আগুন না লাগলেও তীব্র কম্পন অনুভূত হয়েছিল।
জরুরি পরিস্থিতি হিসেবে উড়োজাহাজটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড (AOG)’ ঘোষণা করে অবতরণ করানো হয়। যেহেতু ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে, তাই মেরামতের কাজ শুরু করা হয়েছে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।
এদিকে, যাত্রীদের জন্য নিকটবর্তী হোটেলে বিশ্রামের ব্যবস্থা করেছে বিমান সংস্থাটি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, আজ সকাল ৭টা ৯ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট TK713, উড্ডয়নের পরপরই ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। পাইলট সতর্কতা মূলকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে সকাল ৮টা ১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করান। ফ্লাইটটিতে মোট ২৮০ জন যাত্রী ছিলেন। সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও খবর পড়ুন:

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয় , দ্বিতীয় ইঞ্জিনে পাখির ধাক্কা লাগার পরপরই ফ্লাইটটি অবতরণে বাধ্য হয়। উড়োজাহাজটিতে ১১ জন ক্রু ও ২৮০ জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদে রয়েছেন।
ফ্লাইট TK713 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী ছিল। সফলভাবে উড্ডয়নের কিছুক্ষণ পর পাখির ধাক্কায় ইঞ্জিনে তীব্র কম্পন অনুভূত হয়।
ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগ জানিয়েছে, পাখির ধাক্কার পরপরই দ্বিতীয় ইঞ্জিনে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। তবে ফ্লাইট ক্যাপ্টেন নিশ্চিত করেন, আগুন না লাগলেও তীব্র কম্পন অনুভূত হয়েছিল।
জরুরি পরিস্থিতি হিসেবে উড়োজাহাজটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড (AOG)’ ঘোষণা করে অবতরণ করানো হয়। যেহেতু ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে, তাই মেরামতের কাজ শুরু করা হয়েছে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।
এদিকে, যাত্রীদের জন্য নিকটবর্তী হোটেলে বিশ্রামের ব্যবস্থা করেছে বিমান সংস্থাটি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, আজ সকাল ৭টা ৯ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট TK713, উড্ডয়নের পরপরই ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। পাইলট সতর্কতা মূলকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে সকাল ৮টা ১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করান। ফ্লাইটটিতে মোট ২৮০ জন যাত্রী ছিলেন। সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও খবর পড়ুন:

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
১১ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩৯ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৪২ মিনিট আগে