বিশেষ প্রতিনিধি, ঢাকা

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয় , দ্বিতীয় ইঞ্জিনে পাখির ধাক্কা লাগার পরপরই ফ্লাইটটি অবতরণে বাধ্য হয়। উড়োজাহাজটিতে ১১ জন ক্রু ও ২৮০ জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদে রয়েছেন।
ফ্লাইট TK713 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী ছিল। সফলভাবে উড্ডয়নের কিছুক্ষণ পর পাখির ধাক্কায় ইঞ্জিনে তীব্র কম্পন অনুভূত হয়।
ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগ জানিয়েছে, পাখির ধাক্কার পরপরই দ্বিতীয় ইঞ্জিনে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। তবে ফ্লাইট ক্যাপ্টেন নিশ্চিত করেন, আগুন না লাগলেও তীব্র কম্পন অনুভূত হয়েছিল।
জরুরি পরিস্থিতি হিসেবে উড়োজাহাজটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড (AOG)’ ঘোষণা করে অবতরণ করানো হয়। যেহেতু ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে, তাই মেরামতের কাজ শুরু করা হয়েছে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।
এদিকে, যাত্রীদের জন্য নিকটবর্তী হোটেলে বিশ্রামের ব্যবস্থা করেছে বিমান সংস্থাটি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, আজ সকাল ৭টা ৯ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট TK713, উড্ডয়নের পরপরই ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। পাইলট সতর্কতা মূলকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে সকাল ৮টা ১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করান। ফ্লাইটটিতে মোট ২৮০ জন যাত্রী ছিলেন। সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও খবর পড়ুন:

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয় , দ্বিতীয় ইঞ্জিনে পাখির ধাক্কা লাগার পরপরই ফ্লাইটটি অবতরণে বাধ্য হয়। উড়োজাহাজটিতে ১১ জন ক্রু ও ২৮০ জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদে রয়েছেন।
ফ্লাইট TK713 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী ছিল। সফলভাবে উড্ডয়নের কিছুক্ষণ পর পাখির ধাক্কায় ইঞ্জিনে তীব্র কম্পন অনুভূত হয়।
ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগ জানিয়েছে, পাখির ধাক্কার পরপরই দ্বিতীয় ইঞ্জিনে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। তবে ফ্লাইট ক্যাপ্টেন নিশ্চিত করেন, আগুন না লাগলেও তীব্র কম্পন অনুভূত হয়েছিল।
জরুরি পরিস্থিতি হিসেবে উড়োজাহাজটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড (AOG)’ ঘোষণা করে অবতরণ করানো হয়। যেহেতু ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে, তাই মেরামতের কাজ শুরু করা হয়েছে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।
এদিকে, যাত্রীদের জন্য নিকটবর্তী হোটেলে বিশ্রামের ব্যবস্থা করেছে বিমান সংস্থাটি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, আজ সকাল ৭টা ৯ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট TK713, উড্ডয়নের পরপরই ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। পাইলট সতর্কতা মূলকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে সকাল ৮টা ১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করান। ফ্লাইটটিতে মোট ২৮০ জন যাত্রী ছিলেন। সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও খবর পড়ুন:

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে