সাভার (ঢাকা) প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ভয়ে উপাচার্যের বাসভবনের ফটকের ভেতরে আশ্রয় নিয়েছিলেন কোটা আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, সেখানে ঢুকে তাঁদের মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা।
গতকাল সোমবার রাত ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে উপাচার্যের সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। পরে ছাত্রলীগ পুনরায় হামলা চালাতে পারে আশঙ্কায় আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
পরে রাত ১২টায় হেলমেট পরিহিত ও দেশীয় অস্ত্র হাতে তাঁদের ওপর আক্রমণ চালানো হয়। আন্দোলনকারীরা এ সময় প্রাণ বাঁচাতে উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নেন। দায়িত্বরত সাংবাদিকেরাও এ সময় আহত হন। উপাচার্যের ভবনের বাইরে থেকে ভেতরের দিকে এ সময় ককটেল, পেট্রোল বোমা, কাচের বোতল ও ইট-পাটকেল ছুড়ে মারেন তাঁরা। এতে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বহিরাগতরাও অংশ নেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
আহত জাবির ক্যাম্পাস প্রতিনিধিরা হলেন—মেহেদী মামুন (বণিক বার্তা), জোবায়ের আহমেদ (দ্যা বাংলাদেশ টুডে), আরিফুজ্জামান উজ্জ্বল (ইত্তেফাক) ও আব্দুর রহমান সার্জিল (দৈনিক বাংলা)।
শিক্ষার্থীরা বলছেন, রাত সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে পুলিশ এলে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ছেড়ে রাস্তায় চলে যান। পরে রাত পৌনে ২টার দিকে ফটক ভেঙে ছাত্রলীগের নেতা-কর্মীরা আবার উপাচার্যের বাসভবন চত্বরে ঢোকেন। এরপর আন্দোলনকারীদের মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় উপাচার্য বাসভবনের ভেতরেই ছিলেন।
পরে রাত সোয়া ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে আসেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন তাঁরা। পুলিশের সঙ্গেও তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ পরে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে মঙ্গলবার সকালে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, রাতে উপাচার্যের বাসভবনে হামলা হলে পুলিশ এসে হামলাকারীদের প্রতিহত করে। পরে তাঁরা এখান থেকে সরে যান। শান্তিপূর্ণ আন্দোলনে যাঁরা অতর্কিত আক্রমণ করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। শান্তিপূর্ণ আন্দোলনে যে সমস্ত দুষ্কৃতকারী আক্রমণ করেছে, বিষয়টি তদন্তাধীন আছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ভয়ে উপাচার্যের বাসভবনের ফটকের ভেতরে আশ্রয় নিয়েছিলেন কোটা আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, সেখানে ঢুকে তাঁদের মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা।
গতকাল সোমবার রাত ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে উপাচার্যের সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। পরে ছাত্রলীগ পুনরায় হামলা চালাতে পারে আশঙ্কায় আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
পরে রাত ১২টায় হেলমেট পরিহিত ও দেশীয় অস্ত্র হাতে তাঁদের ওপর আক্রমণ চালানো হয়। আন্দোলনকারীরা এ সময় প্রাণ বাঁচাতে উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নেন। দায়িত্বরত সাংবাদিকেরাও এ সময় আহত হন। উপাচার্যের ভবনের বাইরে থেকে ভেতরের দিকে এ সময় ককটেল, পেট্রোল বোমা, কাচের বোতল ও ইট-পাটকেল ছুড়ে মারেন তাঁরা। এতে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বহিরাগতরাও অংশ নেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
আহত জাবির ক্যাম্পাস প্রতিনিধিরা হলেন—মেহেদী মামুন (বণিক বার্তা), জোবায়ের আহমেদ (দ্যা বাংলাদেশ টুডে), আরিফুজ্জামান উজ্জ্বল (ইত্তেফাক) ও আব্দুর রহমান সার্জিল (দৈনিক বাংলা)।
শিক্ষার্থীরা বলছেন, রাত সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে পুলিশ এলে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ছেড়ে রাস্তায় চলে যান। পরে রাত পৌনে ২টার দিকে ফটক ভেঙে ছাত্রলীগের নেতা-কর্মীরা আবার উপাচার্যের বাসভবন চত্বরে ঢোকেন। এরপর আন্দোলনকারীদের মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় উপাচার্য বাসভবনের ভেতরেই ছিলেন।
পরে রাত সোয়া ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে আসেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন তাঁরা। পুলিশের সঙ্গেও তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ পরে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে মঙ্গলবার সকালে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, রাতে উপাচার্যের বাসভবনে হামলা হলে পুলিশ এসে হামলাকারীদের প্রতিহত করে। পরে তাঁরা এখান থেকে সরে যান। শান্তিপূর্ণ আন্দোলনে যাঁরা অতর্কিত আক্রমণ করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। শান্তিপূর্ণ আন্দোলনে যে সমস্ত দুষ্কৃতকারী আক্রমণ করেছে, বিষয়টি তদন্তাধীন আছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে