নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল কিশোরগঞ্জে পালিত হয়েছে কি হয়নি তা নিয়ে চলছে নানা আলোচনা। হরতাল সেখানে হয়নি বলে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এদিকে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল কিশোরগঞ্জেও পালিত হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি হরতালের কিছু ছবিও দিয়েছেন।
সম্পাদক সাইফুল হক আজকের পত্রিকাকে বলেছেন, ‘রাষ্ট্রপতির সফরের কারণে পুলিশ এবং প্রসাশন কিশোরগঞ্জে বাম জোটের নেতাকর্মীদের ব্যাপক চাপ প্রয়োগ করেছে ৷ কিন্তু তবুও কিশোরগঞ্জে আমারদের নেতাকর্মীরা হরতাল পালন করেছে ৷ কিশোরগঞ্জের জনগণও এই হরতালে সমর্থন জানিয়েছে।’
সাইফুল হক বলেন, ‘রাষ্ট্রপতির সফরের কারণে কিশোরগঞ্জে অতিরিক্ত নিরাপত্তার কথা বলে আমাদের নেতাদের অফিসের মধ্যেই পুলিশ অবরোধ করে রেখেছিল। তবুও অফিসের আশপাশের এলাকায় বাম জোটের নেতাকর্মীরা হরতাল পালন করেছে।’
রাষ্ট্রপতি কেবল আওয়ামি লীগের রাষ্ট্রপতি নন, তিনি দেশের রাষ্ট্রপতি এই বিবেচনা নিয়ে জনদাবির হরতালে সমর্থন দিয়ে রাষ্ট্রপতি তাঁর সফর স্থগিত করতে পারতেন জানিয়ে সাইফুল হক বলেন, ‘দ্রব্যমূল্য কমানোর দাবিটি জনদাবি। রাষ্ট্রপতির এই দাবির প্রতি সমর্থন জানানো উচিত ছিল। কিন্তু তা না করে রাষ্ট্রপতির সফরের কথা বলে জনগণের সাংবিধানিক অধিকার বাঁধাগ্রস্ত করা হয়েছে।’
কিশোরগঞ্জের বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুর রহমান রুমি বলেন, ‘রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে কিশোরগঞ্জের ডিসি, এসপিসহ প্রসাশনের কর্মকর্তারা আমাদের আগেই জানিয়েছিলেন ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে কোন রাজনৈতিক সভা-সমাবেশ করা যাবে না। তবুও আজ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম।’
বেলা ১০টার পর পুলিশ হরতাল পালনে বাঁধা দেয় জানিয়ে আবদুর রহমান রুমি বলেন, ‘হরতালে বাঁধা দিলে আমরা কিশোরগঞ্জ সদরের গৌড়াঙ্গ বাজারের কমিউনিস্ট পার্টির অফিসে অবস্থান করি। বেলা ১২টা পর্যন্ত পুলিশ সেখানে আমাদের অবরুদ্ধ করে রাখে। আমরা শান্তিপূর্ণ হরতাল পালনের কথা বলেছিলাম, রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা রেখে আমরা কোন সংঘর্ষে জড়াতে চাইনি ৷ কিন্তু তার মানে এই নয় কিশোরগঞ্জে হরতাল পালন হয়নি। কিশোরগঞ্জে হরতাল পালন না হওয়ার খবরটি সত্য নয়।’

বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল কিশোরগঞ্জে পালিত হয়েছে কি হয়নি তা নিয়ে চলছে নানা আলোচনা। হরতাল সেখানে হয়নি বলে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এদিকে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল কিশোরগঞ্জেও পালিত হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি হরতালের কিছু ছবিও দিয়েছেন।
সম্পাদক সাইফুল হক আজকের পত্রিকাকে বলেছেন, ‘রাষ্ট্রপতির সফরের কারণে পুলিশ এবং প্রসাশন কিশোরগঞ্জে বাম জোটের নেতাকর্মীদের ব্যাপক চাপ প্রয়োগ করেছে ৷ কিন্তু তবুও কিশোরগঞ্জে আমারদের নেতাকর্মীরা হরতাল পালন করেছে ৷ কিশোরগঞ্জের জনগণও এই হরতালে সমর্থন জানিয়েছে।’
সাইফুল হক বলেন, ‘রাষ্ট্রপতির সফরের কারণে কিশোরগঞ্জে অতিরিক্ত নিরাপত্তার কথা বলে আমাদের নেতাদের অফিসের মধ্যেই পুলিশ অবরোধ করে রেখেছিল। তবুও অফিসের আশপাশের এলাকায় বাম জোটের নেতাকর্মীরা হরতাল পালন করেছে।’
রাষ্ট্রপতি কেবল আওয়ামি লীগের রাষ্ট্রপতি নন, তিনি দেশের রাষ্ট্রপতি এই বিবেচনা নিয়ে জনদাবির হরতালে সমর্থন দিয়ে রাষ্ট্রপতি তাঁর সফর স্থগিত করতে পারতেন জানিয়ে সাইফুল হক বলেন, ‘দ্রব্যমূল্য কমানোর দাবিটি জনদাবি। রাষ্ট্রপতির এই দাবির প্রতি সমর্থন জানানো উচিত ছিল। কিন্তু তা না করে রাষ্ট্রপতির সফরের কথা বলে জনগণের সাংবিধানিক অধিকার বাঁধাগ্রস্ত করা হয়েছে।’
কিশোরগঞ্জের বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুর রহমান রুমি বলেন, ‘রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে কিশোরগঞ্জের ডিসি, এসপিসহ প্রসাশনের কর্মকর্তারা আমাদের আগেই জানিয়েছিলেন ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে কোন রাজনৈতিক সভা-সমাবেশ করা যাবে না। তবুও আজ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম।’
বেলা ১০টার পর পুলিশ হরতাল পালনে বাঁধা দেয় জানিয়ে আবদুর রহমান রুমি বলেন, ‘হরতালে বাঁধা দিলে আমরা কিশোরগঞ্জ সদরের গৌড়াঙ্গ বাজারের কমিউনিস্ট পার্টির অফিসে অবস্থান করি। বেলা ১২টা পর্যন্ত পুলিশ সেখানে আমাদের অবরুদ্ধ করে রাখে। আমরা শান্তিপূর্ণ হরতাল পালনের কথা বলেছিলাম, রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা রেখে আমরা কোন সংঘর্ষে জড়াতে চাইনি ৷ কিন্তু তার মানে এই নয় কিশোরগঞ্জে হরতাল পালন হয়নি। কিশোরগঞ্জে হরতাল পালন না হওয়ার খবরটি সত্য নয়।’

আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১১ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১৭ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
২১ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
২৫ মিনিট আগে