
‘গোপন বন্দিশালা’ উন্মোচনের দাবিতে রাজধানীর উত্তরায় র্যাব-১-এর কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত কাউন্সিল অ্যাগেইনস্ট ইনজাস্টিস (সিএআই) একটি সংগঠনের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এই অবস্থান কর্মসূচি পালন শুরু হয়।
এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম, যুগ্ম আহ্বায়ক মো. রিজওয়ান ও শাহ জামাল সজীব। গতকাল শুক্রবার গভীর রাতে ১০-১২ জনকে র্যাব কার্যালয়ের ফটকে অবস্থান করতে দেখা যায়। সেখানেই রান্না করে খাওয়া-দাওয়া করেন তাঁরা।

পরবর্তী সময়ে আজ সকালে আরও ২০-২৫ জন যোগ দেন তাঁদের সঙ্গে। এর মধ্যে ১০-১২ জনকে আজ রাত ৮টা পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে।
অবস্থানকালে একটি বোর্ডে ‘আশার বাণী নয়, উপসংহার চাই’, ‘গুম সেল উন্মোচন কর, স্বৈরাচারের প্রমাণ উন্মুক্ত কর’, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হোক’, ‘আলোচনা নয়, সমাধান চাই’, ‘আজ গুম সেল উন্মোচন না হলে, ভবিষ্যতে তারা অস্বীকার করবে’সহ নানা লেখাসংবলিত প্ল্যাকার্ড/পোস্টার দেখা যায়।

এ সময় তাঁরা বিগত সরকারের সব গোপন বন্দিশালা উন্মোচন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এদিকে র্যাব কার্যালয় থেকে কয়েকবার কর্মকর্তারা তাঁদেরকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অবস্থানকারীদে দাবি আদায়ে অনড় থাকতে দেখা যায়।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সিএআই নামের একটি সংগঠনের ২৫-৩০ জন র্যাব কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে