
শুরু হয়েছে ঈদের ছুটি। আর তাই ঢাকা সড়ক পথে গন্তব্যে যেতে যাত্রীদের ভিড় বেড়েছে বাস টার্মিনালগুলোতে। তবে এই যাত্রায় ভালো-মন্দ অনুভূতিই জানালেন যাত্রীরা। আজ শুক্রবার সকাল থেকেই বেশির ভাগ দূরপাল্লার বাস নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এতে খুশি প্রকাশ করেন যাত্রীরা। তবে শেষ মুহূর্তে বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন তারা।
সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে আজ সকালের দিকে যাত্রীদের চাপ সবচেয়ে বেশি ছিল। যাদের অগ্রিম টিকিট কাটা ছিল, তারা কাউন্টারে এসে কিছুক্ষণ অপেক্ষা করে নির্দিষ্ট গন্তব্যের গাড়িতে উঠে চলে যেতে পারছেন। কিন্তু যাদের টিকিট নেই, তারা বিভিন্ন কাউন্টারে ছোটাছুটি করছেন টিকিট কাটার জন্য।
গাবতলী পূর্বাশা পরিবহনের কাউন্টারের সামনে হাসান রাজা নামের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাচ্ছি। বেলা সাড়ে ১২টার গাড়ি ছিল, কাউন্টারে এসে শুনলাম গাড়ি নির্ধারিত সময়ে ছাড়বে। তবে আজিমপুর থেকে গাবতলী আসতে যানজটে কিছুক্ষণ আটকে থাকতে হয়েছে। তবে নির্ধারিত সময়ে বাস ছেড়ে দিলে সেই কষ্টটুকু আর থাকবে না।’
অগ্রিম টিকিট না থাকা যাত্রী আজাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ি যাব কি না, নিশ্চিত ছিলাম না। হঠাৎ ছুটি পেয়েছি, তাই যেতে হচ্ছে। কিন্তু কোনো ভালো গাড়িতে টিকিট পাচ্ছি না। লোকাল কিছু গাড়ি যাচ্ছে, সেগুলোতেও ভাড়া অনেক বেশি চাচ্ছে। ঢাকা থেকে বগুড়ার ভাড়া আর ৫০০ টাকা সেখানে লোকাল বাসে ৮০০ থেকে ১ হাজার টাকা চাচ্ছে।’
যানবাহন ও যাত্রীর চাপ থাকায় রাজধানীর টেকনিক্যাল, মাজার রোড, গাবতলী এবং আমিনবাজার এলাকায় যানবাহনের দীর্ঘ যানজট দেখা গেছে। এই অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছিল।
হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীর কিছুটা চাপ আছে। তবে যাদের আগে টিকিট কাটা ছিল, তারাই যাত্রা করছেন। এবার মহাসড়কের অবস্থা ভালো, ফলে প্রতিটা গাড়ি সঠিক সময়ে ছাড়তে পারছি। আমাদের কোনো গাড়িতে বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে