গাজীপুর প্রতিনিধি

পরিবেশবাদীদের দাবি ও নগরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে গাজীপুর সিটি করপোরেশন মোঘর খাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। সেনাবাহিনীর সহায়তায় খালটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কার কার্যক্রম চলছে।
আজ শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে খালের উৎসমুখে অভিযান শুরু হয়। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. রাসেলসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোগড়া থেকে শুরু হয়ে মোঘর খাল পূর্ব চান্দনা, খাইলকুর, হায়দরাবাদ হয়ে হায়দরাবাদ খালে মিলিত হয় এবং পরে নিমতলী খাল হয়ে টঙ্গী নদীতে পতিত হয়। ম্যাপে এটি ‘গাছা খাল’ নামে চিহ্নিত। মহানগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে এ খাল গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও দূষণে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল।
কলকারখানার রাসায়নিক বর্জ্য ও দখলদারির কারণে খালটির স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। এ কারণে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে খালটির পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছিল।
সিটি করপোরেশন সেনাবাহিনীর সহায়তায় সীমানা নির্ধারণ করে খালের অবৈধ দখল উচ্ছেদ, খনন ও ময়লা অপসারণ শুরু করেছে। অপসারিত মাটি ও বর্জ্য খালের পাশে না রেখে সরাসরি ট্রাকে করে ডাম্পিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে।
বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘খালটি মৃতপ্রায় অবস্থায় চলে গিয়েছিল। দীর্ঘদিনের দাবির পর পুনরুদ্ধার কার্যক্রম শুরু হওয়ায় আমরা সিটি করপোরেশনকে সাধুবাদ জানাই। তবে টেকসই করতে হলে স্থায়ীভাবে সীমানা নির্ধারণ ও বর্জ্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।’
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খালটি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। কাজ সম্পন্ন হলে আশপাশের মানুষের দুর্ভোগ লাঘব হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

পরিবেশবাদীদের দাবি ও নগরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে গাজীপুর সিটি করপোরেশন মোঘর খাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। সেনাবাহিনীর সহায়তায় খালটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কার কার্যক্রম চলছে।
আজ শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে খালের উৎসমুখে অভিযান শুরু হয়। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. রাসেলসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোগড়া থেকে শুরু হয়ে মোঘর খাল পূর্ব চান্দনা, খাইলকুর, হায়দরাবাদ হয়ে হায়দরাবাদ খালে মিলিত হয় এবং পরে নিমতলী খাল হয়ে টঙ্গী নদীতে পতিত হয়। ম্যাপে এটি ‘গাছা খাল’ নামে চিহ্নিত। মহানগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে এ খাল গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও দূষণে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল।
কলকারখানার রাসায়নিক বর্জ্য ও দখলদারির কারণে খালটির স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। এ কারণে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে খালটির পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছিল।
সিটি করপোরেশন সেনাবাহিনীর সহায়তায় সীমানা নির্ধারণ করে খালের অবৈধ দখল উচ্ছেদ, খনন ও ময়লা অপসারণ শুরু করেছে। অপসারিত মাটি ও বর্জ্য খালের পাশে না রেখে সরাসরি ট্রাকে করে ডাম্পিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে।
বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘খালটি মৃতপ্রায় অবস্থায় চলে গিয়েছিল। দীর্ঘদিনের দাবির পর পুনরুদ্ধার কার্যক্রম শুরু হওয়ায় আমরা সিটি করপোরেশনকে সাধুবাদ জানাই। তবে টেকসই করতে হলে স্থায়ীভাবে সীমানা নির্ধারণ ও বর্জ্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।’
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খালটি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। কাজ সম্পন্ন হলে আশপাশের মানুষের দুর্ভোগ লাঘব হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
৪ মিনিট আগে
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
৪৩ মিনিট আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে