গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। প্রাইভেট কারে থাকা তিন সহোদর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
প্রাইভেট কারের চালক মোহাম্মদ উল্লাহ মুন্সিগঞ্জ জেলার সানবান্দা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
এদিকে দুর্ঘটনার পরে দুটি যানবাহনেই আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় রাস্তা বন্ধ হয়ে দুপাশে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। বেলা ১১টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. আবুল হাসেম মজুমদার বলেন, সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানীর রাতইলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার ওভারটেক করে সামনে যাওয়ার সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের সামনের চাকা প্রাইভেট কারের ওপরে উঠে যায়। এ ঘটনায় প্রাইভেট কারে থাকা চালক ও তিন সহোদর গুরুতর আহত হন। আতঙ্কিত যাত্রীরা সবাই নিরাপদে বাস থেকে নেমে যায়।
ওসি বলেন, সংঘর্ষের পরপরই প্রাইভেট কারে আগুন লেগে যায়। প্রাইভেট কারে লাগা আগুন থেকে কিছু সময় পরে বাসেও আগুন লেগে যায়। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চালক মোহাম্মদ উল্লাহকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত তিন সহোদর ফাহাদ, ফাহিম ও ইফাতের মধ্যে ফাহিম ও ইফাদের অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত তিন সহোদর মানিকগঞ্জের সানবান্দা গ্রামের হযরত আলীর ছেলে ।

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। প্রাইভেট কারে থাকা তিন সহোদর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
প্রাইভেট কারের চালক মোহাম্মদ উল্লাহ মুন্সিগঞ্জ জেলার সানবান্দা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
এদিকে দুর্ঘটনার পরে দুটি যানবাহনেই আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় রাস্তা বন্ধ হয়ে দুপাশে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। বেলা ১১টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. আবুল হাসেম মজুমদার বলেন, সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানীর রাতইলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার ওভারটেক করে সামনে যাওয়ার সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের সামনের চাকা প্রাইভেট কারের ওপরে উঠে যায়। এ ঘটনায় প্রাইভেট কারে থাকা চালক ও তিন সহোদর গুরুতর আহত হন। আতঙ্কিত যাত্রীরা সবাই নিরাপদে বাস থেকে নেমে যায়।
ওসি বলেন, সংঘর্ষের পরপরই প্রাইভেট কারে আগুন লেগে যায়। প্রাইভেট কারে লাগা আগুন থেকে কিছু সময় পরে বাসেও আগুন লেগে যায়। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চালক মোহাম্মদ উল্লাহকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত তিন সহোদর ফাহাদ, ফাহিম ও ইফাতের মধ্যে ফাহিম ও ইফাদের অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত তিন সহোদর মানিকগঞ্জের সানবান্দা গ্রামের হযরত আলীর ছেলে ।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে