ঢাবি প্রতিনিধি

চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পাঁচ বছর পর পুনরায় চাকরি ফিরে পেতে উপাচার্য বরাবর আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের অধ্যাপক ড. মো. মহব্বত আলী। সেই সঙ্গে আবেদনে তিনি অভিযোগ করেছেন, ব্যবসায় শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতের চাপে তিনি অবসর নিতে বাধ্য হয়েছেন।
গত মঙ্গলবার ঢাবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর এ আবেদন জমা দেন তিনি।
উপাচার্যের কাছে পাঠানো চিঠি এবং ব্যবসায় শিক্ষা অনুষদ সূত্রে জানা যায়, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে অধ্যাপক মো. মহব্বত আলীকে হুমকির মাধ্যমে অবসর নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
উপাচার্যের কাছে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) সিনিয়র লেকচারার হতে ২০১৯ সালের ১৭ ডিসেম্বর বিশেষ (এক্সট্রা অর্ডিনারি) ছুটির জন্য আবেদন করেন অধ্যাপক মহব্বত আলী। বিভাগের সিঅ্যান্ডবি কমিটি তাঁকে বিনা বেতনে এক বছরের ছুটি দিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর সুপারিশ করার দুই দিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় অবসরের আবেদন করেন। পরে ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা তাঁর অবসর অনুমোদন করে।
অধ্যাপক মহব্বত আলীর অভিযোগ, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল তাঁকে বলেছেন, ‘আপনার তো ছুটি হবে না। ছুটি যদি হয়েও যায়, এক বছর পরে এসে আর বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে পারবেন না। তখন ফাইলের পেছনে তদবির করতে করতে জুতার তলা খুলে যাবে, তবু আপনার ফাইল নড়বে না। তখন চাইলে চাকরি ছাড়তেও পারবেন না। আপনি তো দেশের সার্বিক রাজনৈতিক অবস্থা জানেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বোঝেন। তাই চাকরি ছেড়ে চলে যাওয়াই আপনার জন্য ভালো। আর অবসরে যাওয়ার আবেদন করলে আপনি যাতে রিটায়ারমেন্টের টাকা-পয়সা দ্রুত পান, সেই ব্যবস্থা করে দিব।’ শিবলী রুবাইয়াতুলের এ কথা শুনে তিনি বিস্মিত হন এবং তাঁর চাপে চাকরির মেয়াদপূর্তির আগেই অবসর গ্রহণের আবেদন করেন।
অভিযোগের বিষয়ে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। বর্তমানে তাঁর বিদেশগমনেও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম বেশ কয়েকটি অভিযোগ আসছে। আমরা সেগুলো দেখছি, আইনগত ঝামেলা আছে কি না, সেটা আইন উপদেষ্টার মাধ্যমে দেখছি। রাজনৈতিক মতপার্থক্যের কারণে বঞ্চিত হলে তারা যেন অধিকার পায়, সেটা আমরা দেখব।’

চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পাঁচ বছর পর পুনরায় চাকরি ফিরে পেতে উপাচার্য বরাবর আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের অধ্যাপক ড. মো. মহব্বত আলী। সেই সঙ্গে আবেদনে তিনি অভিযোগ করেছেন, ব্যবসায় শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতের চাপে তিনি অবসর নিতে বাধ্য হয়েছেন।
গত মঙ্গলবার ঢাবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর এ আবেদন জমা দেন তিনি।
উপাচার্যের কাছে পাঠানো চিঠি এবং ব্যবসায় শিক্ষা অনুষদ সূত্রে জানা যায়, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে অধ্যাপক মো. মহব্বত আলীকে হুমকির মাধ্যমে অবসর নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
উপাচার্যের কাছে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) সিনিয়র লেকচারার হতে ২০১৯ সালের ১৭ ডিসেম্বর বিশেষ (এক্সট্রা অর্ডিনারি) ছুটির জন্য আবেদন করেন অধ্যাপক মহব্বত আলী। বিভাগের সিঅ্যান্ডবি কমিটি তাঁকে বিনা বেতনে এক বছরের ছুটি দিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর সুপারিশ করার দুই দিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় অবসরের আবেদন করেন। পরে ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা তাঁর অবসর অনুমোদন করে।
অধ্যাপক মহব্বত আলীর অভিযোগ, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল তাঁকে বলেছেন, ‘আপনার তো ছুটি হবে না। ছুটি যদি হয়েও যায়, এক বছর পরে এসে আর বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে পারবেন না। তখন ফাইলের পেছনে তদবির করতে করতে জুতার তলা খুলে যাবে, তবু আপনার ফাইল নড়বে না। তখন চাইলে চাকরি ছাড়তেও পারবেন না। আপনি তো দেশের সার্বিক রাজনৈতিক অবস্থা জানেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বোঝেন। তাই চাকরি ছেড়ে চলে যাওয়াই আপনার জন্য ভালো। আর অবসরে যাওয়ার আবেদন করলে আপনি যাতে রিটায়ারমেন্টের টাকা-পয়সা দ্রুত পান, সেই ব্যবস্থা করে দিব।’ শিবলী রুবাইয়াতুলের এ কথা শুনে তিনি বিস্মিত হন এবং তাঁর চাপে চাকরির মেয়াদপূর্তির আগেই অবসর গ্রহণের আবেদন করেন।
অভিযোগের বিষয়ে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। বর্তমানে তাঁর বিদেশগমনেও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম বেশ কয়েকটি অভিযোগ আসছে। আমরা সেগুলো দেখছি, আইনগত ঝামেলা আছে কি না, সেটা আইন উপদেষ্টার মাধ্যমে দেখছি। রাজনৈতিক মতপার্থক্যের কারণে বঞ্চিত হলে তারা যেন অধিকার পায়, সেটা আমরা দেখব।’

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৫ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৬ ঘণ্টা আগে