নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন নতুন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা পৃথক পৃথকভাবে রিমান্ডে নেওয়ার এসব নির্দেশ দেন। ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের এসব তথ্য নিশ্চিত করেন।
আজ সকালে প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথকভাবে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মোহাম্মদপুর থানায় দায়ের করা সুজন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অন্যদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের চার দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
যাত্রাবাড়ী থানায় দায়ের করা সায়েম হোসেন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মোহাম্মদপুর থানায় দায়ের করা অর্ণব হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ ছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনকে এক মামলায় দুই দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
এ পর্যন্ত বিভিন্ন মামলায় আনিসুলকে ৪৯ দিন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৯২ দিন, রাশেদ খান মেননকে ৩৮ দিন, হাসানুল হক ইনুকে ৪০ দিন, দীপু মনিকে ১২ দিন, সাদেক খানকে ৯ দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন নতুন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা পৃথক পৃথকভাবে রিমান্ডে নেওয়ার এসব নির্দেশ দেন। ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের এসব তথ্য নিশ্চিত করেন।
আজ সকালে প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথকভাবে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মোহাম্মদপুর থানায় দায়ের করা সুজন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অন্যদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের চার দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
যাত্রাবাড়ী থানায় দায়ের করা সায়েম হোসেন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মোহাম্মদপুর থানায় দায়ের করা অর্ণব হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ ছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনকে এক মামলায় দুই দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
এ পর্যন্ত বিভিন্ন মামলায় আনিসুলকে ৪৯ দিন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৯২ দিন, রাশেদ খান মেননকে ৩৮ দিন, হাসানুল হক ইনুকে ৪০ দিন, দীপু মনিকে ১২ দিন, সাদেক খানকে ৯ দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে