বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাতে ভোটকেন্দ্র পাহারায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামের এক গ্রাম পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাগান থেকে থানার পুলিশ লাশটি উদ্ধার করে। গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে।
এলাকাবাসী জানায়, গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে শুক্রবার রাতে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. ইউসুফ হোসেন। রাত অনুমান সাড়ে ৩টার দিকে রনজিৎ স্কুলের পেছনের টয়লেটে যান। প্রায় আধা ঘণ্টা পরেও ফিরে না আসায় নৈশপ্রহরী ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পাওয়ায় বিষয়টি স্কুল-সংলগ্ন চর আড়কান্দি হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি ইলিয়াস সেখকে ঘুম থেকে ডেকে তুলে জানান। দুজন খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশের কাঠের গাছের বাগানে গ্রাম পুলিশের লাশ আবিষ্কার করেন। বিষয়টি পুলিশকে জানালে তারা লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে রিটার্নিং অফিসার ও রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা, ডিবির ওসি মনিরুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এদিকে পরিদর্শন শেষে জেলা প্রশাসক কায়সার খান নিহত পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন এবং নিহতের ছেলে রাতুল দেকে গ্রাম পুলিশে চাকরির আশ্বাস দেন।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাতে ভোটকেন্দ্র পাহারায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামের এক গ্রাম পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাগান থেকে থানার পুলিশ লাশটি উদ্ধার করে। গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে।
এলাকাবাসী জানায়, গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে শুক্রবার রাতে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. ইউসুফ হোসেন। রাত অনুমান সাড়ে ৩টার দিকে রনজিৎ স্কুলের পেছনের টয়লেটে যান। প্রায় আধা ঘণ্টা পরেও ফিরে না আসায় নৈশপ্রহরী ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পাওয়ায় বিষয়টি স্কুল-সংলগ্ন চর আড়কান্দি হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি ইলিয়াস সেখকে ঘুম থেকে ডেকে তুলে জানান। দুজন খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশের কাঠের গাছের বাগানে গ্রাম পুলিশের লাশ আবিষ্কার করেন। বিষয়টি পুলিশকে জানালে তারা লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে রিটার্নিং অফিসার ও রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা, ডিবির ওসি মনিরুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এদিকে পরিদর্শন শেষে জেলা প্রশাসক কায়সার খান নিহত পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন এবং নিহতের ছেলে রাতুল দেকে গ্রাম পুলিশে চাকরির আশ্বাস দেন।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২৬ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে