পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ মারা গেছেন। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘ড. আলাউদ্দিন আহমেদ সম্পর্কে আমার চাচা শ্বশুর হন। তিনি আজ বেলা ৩টা ৩০ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। রাত ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ পাকুন্দিয়ার পথে রওনা হবে। বুধবার সকাল ১০টায় বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
আগামীকাল বুধবার সকাল ১০টায় উপজেলার বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বুরুদিয়া গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
ড. আলা উদ্দিন আহমেদ কিশোরগঞ্জ-২ (তৎকালীন পাকুন্দিয়া-হোসেনপুর) আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে প্রথমবার উপনির্বাচনে তিনি জয়ী হন। এ ছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
শোক বিবৃতিতে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় নৌ কমান্ডো, শিক্ষাবিদ, অজাতশত্রু রাজনীতিবিদ প্রফেসর আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তাঁর মতো একজন নিরেট দেশপ্রেমিকের শূন্যতা সহজে পূরণ হবে না।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও অগণিত ভক্ত, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ মারা গেছেন। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘ড. আলাউদ্দিন আহমেদ সম্পর্কে আমার চাচা শ্বশুর হন। তিনি আজ বেলা ৩টা ৩০ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। রাত ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ পাকুন্দিয়ার পথে রওনা হবে। বুধবার সকাল ১০টায় বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
আগামীকাল বুধবার সকাল ১০টায় উপজেলার বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বুরুদিয়া গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
ড. আলা উদ্দিন আহমেদ কিশোরগঞ্জ-২ (তৎকালীন পাকুন্দিয়া-হোসেনপুর) আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে প্রথমবার উপনির্বাচনে তিনি জয়ী হন। এ ছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
শোক বিবৃতিতে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় নৌ কমান্ডো, শিক্ষাবিদ, অজাতশত্রু রাজনীতিবিদ প্রফেসর আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তাঁর মতো একজন নিরেট দেশপ্রেমিকের শূন্যতা সহজে পূরণ হবে না।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও অগণিত ভক্ত, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
৯ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১২ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
২৯ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে