Ajker Patrika

তাজউদ্দীন হাসপাতালে ঘুষ দিলেই মেলে চাহিদামতো ময়নাতদন্ত রিপোর্ট

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২৩: ৪৫
তাজউদ্দীন হাসপাতালে ঘুষ দিলেই মেলে চাহিদামতো ময়নাতদন্ত রিপোর্ট
গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে টাকার বিনিময়ে ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তনের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের সদস্যরা অভিযান পরিচালনা করে এ সত্যতা পান। এ সময় তাঁরা ঘুষের বিনিময়ে ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনের কিছু কাগজপত্র জব্দ করেন।

দুদক সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে ঘুষের বিনিময়ে ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তনসহ ফরেনসিক ডিপার্টমেন্টের নানা অনিয়মের অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

এতে নেতৃত্ব দেন দুদক সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক বায়েজিদুর রহমান। অভিযানে অংশ নেন দুদক সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিম মিয়া, মশিউর রহমান ও সাগর সাহা।

অভিযানে টিমের সদস্যরা ছদ্মবেশে ময়নাতদন্তের সঙ্গে সম্পৃক্ত কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা টাকার বিনিময়ে রিপোর্ট পরিবর্তন করে দেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া অভিযানকালে ঘুষ লেনদেন এবং এ-সম্পর্কিত কথোপকথনে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করলে ঘুষ লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।

তিনি আরও বলেন, ফরেনসিক বিভাগের প্রধান মাজহারুল ইসলাম ও কলেজের অধ্যক্ষ জোবায়দার সঙ্গে কথা হয়। এনফোর্সমেন্ট টিম মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছ থেকে অভিযোগ-সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলি পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। পরে কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত