জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয় ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা। পরে কয়েকটি সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দুইটি প্রশাসনিক ভবন থাকার পরেও চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে আরও একটি প্রশাসনিক ভবন নির্মাণ করার পাঁয়তারা করছে প্রশাসন। অথচ সেটা না করে অর্ধনির্মিত দ্বিতীয় প্রশাসনিক ভবনটি পূর্ণাঙ্গ করা যায়।’
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মী সোহাগী সামিয়া বলেন, ‘ডাইনিং-ক্যানটিনের খাবারে পুষ্টি নেই, খাবারের মান বাড়াতে প্রশাসন ভর্তুকি দেয় না, অথচ অপ্রয়োজনীয় ভবন করতে তাঁরা উদ্গ্রীব। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ নেই, আবাসন নেই। এখনো শিক্ষার্থীদের গণ রুমে কাটাতে হয় সেদিকে প্রশাসন নজর দিতে চান না। তাঁরা অপরিকল্পিত উন্নয়ন করেই চলেছে। কারণ অপরিকল্পিত উন্নয়নে লুটপাটের সুযোগ পান।’
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, ‘দেশের ব্যয় সংকোচনের জন্য প্রধানমন্ত্রী অতিরিক্ত খরচ করতে নিষেধ করেছেন। আর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রধানমন্ত্রীকেই আদর্শ মানেন। কিন্তু লুটপাটের বেলায় তাঁদের কোন আদর্শ থাকে না।’
ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ‘প্রশাসন থেকে বলা হয়েছিল জাহাঙ্গীরনগর একটি মডেল বিশ্ববিদ্যালয় হবে। সেই মডেল বিশ্ববিদ্যালয় যদি হয় অপরিকল্পিত, তাহলে দেশের শিক্ষাব্যবস্থার হাল কেমন তা বলার অপেক্ষা রাখে না।
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় প্রশাসনিক ভবন পূর্ণাঙ্গ করতে ৪০ কোটি টাকা ব্যয় হবে। প্রশাসন সেটা না করে নতুন করে তৃতীয় প্রশাসনিক ভবন করতে চায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে। এই অতিরিক্ত ৯৭ কোটি টাকা ভবন নির্মাণে ব্যয় না করে যদি গবেষণা খাতে যোগ হয় তাহলে এটি আসলেই মডেল বিশ্ববিদ্যালয়ে রূপ নিত।’ তিনি তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণ করতে চাইলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয় ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা। পরে কয়েকটি সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দুইটি প্রশাসনিক ভবন থাকার পরেও চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে আরও একটি প্রশাসনিক ভবন নির্মাণ করার পাঁয়তারা করছে প্রশাসন। অথচ সেটা না করে অর্ধনির্মিত দ্বিতীয় প্রশাসনিক ভবনটি পূর্ণাঙ্গ করা যায়।’
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মী সোহাগী সামিয়া বলেন, ‘ডাইনিং-ক্যানটিনের খাবারে পুষ্টি নেই, খাবারের মান বাড়াতে প্রশাসন ভর্তুকি দেয় না, অথচ অপ্রয়োজনীয় ভবন করতে তাঁরা উদ্গ্রীব। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ নেই, আবাসন নেই। এখনো শিক্ষার্থীদের গণ রুমে কাটাতে হয় সেদিকে প্রশাসন নজর দিতে চান না। তাঁরা অপরিকল্পিত উন্নয়ন করেই চলেছে। কারণ অপরিকল্পিত উন্নয়নে লুটপাটের সুযোগ পান।’
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, ‘দেশের ব্যয় সংকোচনের জন্য প্রধানমন্ত্রী অতিরিক্ত খরচ করতে নিষেধ করেছেন। আর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রধানমন্ত্রীকেই আদর্শ মানেন। কিন্তু লুটপাটের বেলায় তাঁদের কোন আদর্শ থাকে না।’
ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ‘প্রশাসন থেকে বলা হয়েছিল জাহাঙ্গীরনগর একটি মডেল বিশ্ববিদ্যালয় হবে। সেই মডেল বিশ্ববিদ্যালয় যদি হয় অপরিকল্পিত, তাহলে দেশের শিক্ষাব্যবস্থার হাল কেমন তা বলার অপেক্ষা রাখে না।
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় প্রশাসনিক ভবন পূর্ণাঙ্গ করতে ৪০ কোটি টাকা ব্যয় হবে। প্রশাসন সেটা না করে নতুন করে তৃতীয় প্রশাসনিক ভবন করতে চায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে। এই অতিরিক্ত ৯৭ কোটি টাকা ভবন নির্মাণে ব্যয় না করে যদি গবেষণা খাতে যোগ হয় তাহলে এটি আসলেই মডেল বিশ্ববিদ্যালয়ে রূপ নিত।’ তিনি তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণ করতে চাইলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে