নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা মহামারির মধ্যে হাসপাতালগুলোর স্বাস্থ্য সেবা ও রোগীদের তথ্য সিভিল সার্জন ছাড়া অন্য কেউ সাংবাদিকদের জানাতে পারবেন না বলে আদেশ জারি করেছিলেন ঢাকার সিভিল সার্জন। এ নিয়ে সমালোচনার মুখে সেই আদেশ বাতিল করে নতুন নির্দেশনা জারি করেছেন তিনি।
ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত গত ৮ জুলাই এক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গকে রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকতে অনুরোধ করা যাচ্ছে। এমন কর্মকাণ্ড রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের শামিল। এ সংক্রান্ত কোনো তথ্য নেওয়ার প্রয়োজন হলে সরাসরি ঢাকার সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হলো।
ঢাকার সিভিল সার্জনের এমন নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। স্বাস্থ্য খাতের অনিয়ম, অপকর্ম ও ব্যর্থতা ঢাকতেই তথ্য দিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিবৃতিতে দাবি করেছে সংগঠনটি। একজন কর্মকর্তা জানান, সিভিল সার্জনের এই আদেশ নিয়ে সমালোচনা হওয়ায় সেটি বাতিল করা হয়েছে।
নতুন আদেশে বলা হয়েছে, করোনা মহামারিকালে ঢাকা জেলার (সিটি করপোরেশন এলাকা ব্যতীত) স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্যের জন্য সংবাদমাধ্যমকে সিভিল সার্জনের সহিত এবং উপজেলার ক্ষেত্রে শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহিত সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ছবি তোলার ও তথ্য প্রকাশের ক্ষেত্রে রোগীর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য সকল সংবাদমাধ্যমকে অনুরোধ করা হলো।
এর ব্যাখ্যায় সিভিল সার্জন মঈনুল আহসান শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বলেন, অনেক সময় চিকিৎসকেরা এসব বিষয়ে কথা বললে ভুল তথ্য আসে, বিভ্রান্তির সৃষ্টি হয়। এ জন্য আমরা এই নির্দেশনা দিয়েছি।

করোনা মহামারির মধ্যে হাসপাতালগুলোর স্বাস্থ্য সেবা ও রোগীদের তথ্য সিভিল সার্জন ছাড়া অন্য কেউ সাংবাদিকদের জানাতে পারবেন না বলে আদেশ জারি করেছিলেন ঢাকার সিভিল সার্জন। এ নিয়ে সমালোচনার মুখে সেই আদেশ বাতিল করে নতুন নির্দেশনা জারি করেছেন তিনি।
ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত গত ৮ জুলাই এক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গকে রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকতে অনুরোধ করা যাচ্ছে। এমন কর্মকাণ্ড রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের শামিল। এ সংক্রান্ত কোনো তথ্য নেওয়ার প্রয়োজন হলে সরাসরি ঢাকার সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হলো।
ঢাকার সিভিল সার্জনের এমন নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। স্বাস্থ্য খাতের অনিয়ম, অপকর্ম ও ব্যর্থতা ঢাকতেই তথ্য দিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিবৃতিতে দাবি করেছে সংগঠনটি। একজন কর্মকর্তা জানান, সিভিল সার্জনের এই আদেশ নিয়ে সমালোচনা হওয়ায় সেটি বাতিল করা হয়েছে।
নতুন আদেশে বলা হয়েছে, করোনা মহামারিকালে ঢাকা জেলার (সিটি করপোরেশন এলাকা ব্যতীত) স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্যের জন্য সংবাদমাধ্যমকে সিভিল সার্জনের সহিত এবং উপজেলার ক্ষেত্রে শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহিত সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ছবি তোলার ও তথ্য প্রকাশের ক্ষেত্রে রোগীর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য সকল সংবাদমাধ্যমকে অনুরোধ করা হলো।
এর ব্যাখ্যায় সিভিল সার্জন মঈনুল আহসান শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বলেন, অনেক সময় চিকিৎসকেরা এসব বিষয়ে কথা বললে ভুল তথ্য আসে, বিভ্রান্তির সৃষ্টি হয়। এ জন্য আমরা এই নির্দেশনা দিয়েছি।

ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
২ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১৯ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে