ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের একদিন পর বনের ভেতর থেকে সেলিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর ভাই আজ মঙ্গলবার থানায় হত্যা মামলা দায়ের করলে গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মালেঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আব্দুল গফুর (৫০)। তিনি উপজেলার মালেঙ্গা বড়চালা গ্রামের বাসিন্দা। গৃহবধূ সেলিনা তার স্ত্রী এবং দেওপাড়া ইউনিয়নের মাকড়াই গ্রামের কুবাদ আলীর মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার বলছে, গত রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন সেলিনা বেগম। পরে মালেঙ্গা এলাকায় বনের ভেতরে লাকড়ি কুড়াতে গিয়ে কয়েকজন নারী মরদেহটি দেখতে পায়। বিষয়টি তাঁর স্বজনদের জানালে সেলিনা বেগমের ভাই আব্দুল মান্নান গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘাটাইল থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ‘নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে নিহত গৃহবধূর ভাই মান্নান বাদী হয়ে আজ (মঙ্গলবার) হত্যা মামলা দায়ের করেছেন।’
নিহতের ভাই আব্দুল মান্নান বলেন, ‘আমার বোন গত রোববার রাত থেকে নিখোঁজ ছিল। বেশ কিছুদিন ধরে স্বামী ও সন্তানদের সঙ্গে তাঁর কলহ চলছিল। যার কারণে আমার বোন গত তিন মাস ধরে আমার বাড়িতে থাকত। গত রোববার রাত থেকে সে না থাকায় ভেবেছিলাম তাঁর স্বামীর বাড়িতে গেছে। পরদিন সোমবার সকালে তাঁর স্বামীর বাড়িতে খোঁজ নিয়ে তাঁকে পাওয়া যায়নি। এরপর থেকে আমরা খোঁজ শুরু করি। অবশেষে আমার বোনের লাশ বনের ভেতরে পাওয়া যায়।’
এ ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গৃহবধূর স্বামী আব্দুল গফুরকে আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।’

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের একদিন পর বনের ভেতর থেকে সেলিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর ভাই আজ মঙ্গলবার থানায় হত্যা মামলা দায়ের করলে গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মালেঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আব্দুল গফুর (৫০)। তিনি উপজেলার মালেঙ্গা বড়চালা গ্রামের বাসিন্দা। গৃহবধূ সেলিনা তার স্ত্রী এবং দেওপাড়া ইউনিয়নের মাকড়াই গ্রামের কুবাদ আলীর মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার বলছে, গত রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন সেলিনা বেগম। পরে মালেঙ্গা এলাকায় বনের ভেতরে লাকড়ি কুড়াতে গিয়ে কয়েকজন নারী মরদেহটি দেখতে পায়। বিষয়টি তাঁর স্বজনদের জানালে সেলিনা বেগমের ভাই আব্দুল মান্নান গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘাটাইল থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ‘নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে নিহত গৃহবধূর ভাই মান্নান বাদী হয়ে আজ (মঙ্গলবার) হত্যা মামলা দায়ের করেছেন।’
নিহতের ভাই আব্দুল মান্নান বলেন, ‘আমার বোন গত রোববার রাত থেকে নিখোঁজ ছিল। বেশ কিছুদিন ধরে স্বামী ও সন্তানদের সঙ্গে তাঁর কলহ চলছিল। যার কারণে আমার বোন গত তিন মাস ধরে আমার বাড়িতে থাকত। গত রোববার রাত থেকে সে না থাকায় ভেবেছিলাম তাঁর স্বামীর বাড়িতে গেছে। পরদিন সোমবার সকালে তাঁর স্বামীর বাড়িতে খোঁজ নিয়ে তাঁকে পাওয়া যায়নি। এরপর থেকে আমরা খোঁজ শুরু করি। অবশেষে আমার বোনের লাশ বনের ভেতরে পাওয়া যায়।’
এ ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গৃহবধূর স্বামী আব্দুল গফুরকে আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।’

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
২৩ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
৩৬ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে