রিফাত মেহেদী, সাভার (ঢাকা)

ট্রাকের মেঝেতে ত্রিপল বিছানো, মাথার ওপর নেই কোনো ছাউনি। তীব্র রোদ আর ভ্যাপসা গরমকে উপেক্ষা করে ট্রাকেই ঈদযাত্রা শুরু করছেন অনেকে। বাসের চেয়ে তুলনায় ভাড়া কম হওয়ায় নিম্ন আয়ের মানুষ ঝুঁকছেন ছাদখোলা ট্রাক ও পিকআপে। নারী ও শিশুরাও আছেন যাত্রীর তালিকায়।
আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের বাইপাইল এলাকায় উত্তরবঙ্গমুখী সড়কে দেখা মিলে ট্রাকে যাত্রী পরিবহনের এমন দৃশ্য। শিল্পাঞ্চল সাভারের কারখানাগুলোর বেশির ভাগ আজ থেকেই ছুটি শুরু হওয়ায় বাড়ছে ভিড়।
বাসের ভাড়া বেশি তাই বাধ্য হয়েই ট্রাকে উঠছেন বলে দাবি যাত্রীদের। কথা হয় ট্রাকের যাত্রী আশরাফুল আলমের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, যাব সিরাজগঞ্জ। বাসে ভাড়া কেউ চাচ্ছে ৮০০ কেউ ১০০০। তাই ট্রাকেই উঠলাম। গরম বেশি হলেও কিছু করার নাই। ভিড় আস্তে আস্তে বাড়ছে। তার আগেই রওনা দিলাম।
ট্রাক চালকের সহযোগীরা খোলা ট্রাকেই ভাড়া হাঁকছেন ৫০০। তাতেই মাথা পেতে নিচ্ছেন যাত্রীরা। সিরাজগঞ্জগামী ট্রাক চালকের সহযোগী আনোয়ারকে ভাড়ার ব্যাপারে জিজ্ঞেস করতেই বলেন, সবাই ৫০০ করে নিচ্ছে তাই আমরাও ৫০০ করেই নিচ্ছি। ট্রাকে যাত্রী উঠছে ৩৮ জন। আরও কয়েকজন হলেই ছেড়ে দেব।
স্ত্রী-সন্তান নিয়ে ট্রাকে উঠেছেন দিনমজুর হাবিব মিয়া। তারও গন্তব্য সিরাজগঞ্জে। এই গরমে ট্রাকে কেন উঠছেন জিজ্ঞেস করতেই আক্ষেপের সুরে তিনি বলেন, বউ পোলাপানসহ আমরা ৪ জন। এতগুলো মানুষ বাসে যেতে চাইলে অনেক টাকা দরকার। এর চেয়ে ভালো ট্রাকেই চলে যাই। ছাতা আছে সঙ্গে, রাস্তাতেও শুনেছি জ্যাম নেই। সিরাজগঞ্জ যেতে তো বেশিক্ষণ লাগবে না। আল্লাহ দিলে কিছুই হবেনা...।
পান বিক্রেতা হলেও ঈদকে ঘিরে হাত পাখার ব্যবসা শুরু করেছেন সাইফুল। ট্রাকের যাত্রীদের কাছে ফেরি করে হাতপাখা বিক্রি করছেন তিনি। সাইফুল বলেন, যে গরম পড়েছে মানুষের তো অবস্থা খারাপ। তাই ভাবলাম পাখা বিক্রি করব। সকালে ১০০ টা পাখা কিনেছি। আর অল্প কয়েকটা আছে। অল্প সময়ে মানুষের উপকারও হল, আমার কিছু লাভও ভালো।
গতকাল থেকেই সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাসহ অন্যান্য কারখানা ধাপেধাপে ছুটি হওয়া শুরু করে। সে কারণে গতকাল থেকেই শুরু হয়েছে ইদযাত্রা। তবে আজ বৃহস্পতিবার বেশির ভাগ কারখানা দুপুর থেকে ছুটি হওয়ায় ভিড় বাড়তে শুরু করেছে সড়কে।

ট্রাকের মেঝেতে ত্রিপল বিছানো, মাথার ওপর নেই কোনো ছাউনি। তীব্র রোদ আর ভ্যাপসা গরমকে উপেক্ষা করে ট্রাকেই ঈদযাত্রা শুরু করছেন অনেকে। বাসের চেয়ে তুলনায় ভাড়া কম হওয়ায় নিম্ন আয়ের মানুষ ঝুঁকছেন ছাদখোলা ট্রাক ও পিকআপে। নারী ও শিশুরাও আছেন যাত্রীর তালিকায়।
আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের বাইপাইল এলাকায় উত্তরবঙ্গমুখী সড়কে দেখা মিলে ট্রাকে যাত্রী পরিবহনের এমন দৃশ্য। শিল্পাঞ্চল সাভারের কারখানাগুলোর বেশির ভাগ আজ থেকেই ছুটি শুরু হওয়ায় বাড়ছে ভিড়।
বাসের ভাড়া বেশি তাই বাধ্য হয়েই ট্রাকে উঠছেন বলে দাবি যাত্রীদের। কথা হয় ট্রাকের যাত্রী আশরাফুল আলমের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, যাব সিরাজগঞ্জ। বাসে ভাড়া কেউ চাচ্ছে ৮০০ কেউ ১০০০। তাই ট্রাকেই উঠলাম। গরম বেশি হলেও কিছু করার নাই। ভিড় আস্তে আস্তে বাড়ছে। তার আগেই রওনা দিলাম।
ট্রাক চালকের সহযোগীরা খোলা ট্রাকেই ভাড়া হাঁকছেন ৫০০। তাতেই মাথা পেতে নিচ্ছেন যাত্রীরা। সিরাজগঞ্জগামী ট্রাক চালকের সহযোগী আনোয়ারকে ভাড়ার ব্যাপারে জিজ্ঞেস করতেই বলেন, সবাই ৫০০ করে নিচ্ছে তাই আমরাও ৫০০ করেই নিচ্ছি। ট্রাকে যাত্রী উঠছে ৩৮ জন। আরও কয়েকজন হলেই ছেড়ে দেব।
স্ত্রী-সন্তান নিয়ে ট্রাকে উঠেছেন দিনমজুর হাবিব মিয়া। তারও গন্তব্য সিরাজগঞ্জে। এই গরমে ট্রাকে কেন উঠছেন জিজ্ঞেস করতেই আক্ষেপের সুরে তিনি বলেন, বউ পোলাপানসহ আমরা ৪ জন। এতগুলো মানুষ বাসে যেতে চাইলে অনেক টাকা দরকার। এর চেয়ে ভালো ট্রাকেই চলে যাই। ছাতা আছে সঙ্গে, রাস্তাতেও শুনেছি জ্যাম নেই। সিরাজগঞ্জ যেতে তো বেশিক্ষণ লাগবে না। আল্লাহ দিলে কিছুই হবেনা...।
পান বিক্রেতা হলেও ঈদকে ঘিরে হাত পাখার ব্যবসা শুরু করেছেন সাইফুল। ট্রাকের যাত্রীদের কাছে ফেরি করে হাতপাখা বিক্রি করছেন তিনি। সাইফুল বলেন, যে গরম পড়েছে মানুষের তো অবস্থা খারাপ। তাই ভাবলাম পাখা বিক্রি করব। সকালে ১০০ টা পাখা কিনেছি। আর অল্প কয়েকটা আছে। অল্প সময়ে মানুষের উপকারও হল, আমার কিছু লাভও ভালো।
গতকাল থেকেই সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাসহ অন্যান্য কারখানা ধাপেধাপে ছুটি হওয়া শুরু করে। সে কারণে গতকাল থেকেই শুরু হয়েছে ইদযাত্রা। তবে আজ বৃহস্পতিবার বেশির ভাগ কারখানা দুপুর থেকে ছুটি হওয়ায় ভিড় বাড়তে শুরু করেছে সড়কে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে