
রাজধানীর প্রবেশমুখ বলে পরিচিত সাভারের আমিনবাজারে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। চলছে ঢাকায় প্রবেশকারী যানবাহনগুলোতে তল্লাশি। আগামীকাল শনিবার রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে এই তল্লাশি চৌকি বসানো হয়েছে। এ ছাড়া বিরুলিয়া, আশুলিয়া, ধামরাইয়ের ইসলামপুরেও যানবাহনে তল্লাশি করা হচ্ছে।
আজ শুক্রবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে অবস্থান নেয় সাভার মডেল থানার পুলিশ। পরে পুলিশের সদস্যরা ঢাকামুখী লেনে তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করেন। রাজধানীমুখী বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের গন্তব্য, কোথা থেকে এসেছেন এবং কী প্রয়োজনে ঢাকায় যাচ্ছেন—এসব জিজ্ঞাসা করছেন তাঁরা।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ বলেন, ‘চলমান কার্যক্রমের অংশ হিসেবেই তল্লাশি করা হচ্ছে। তবে আগামীকাল শনিবার রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশের যে কথা রয়েছে, সেই কর্মসূচি ঘিরে উদ্দেশ্যমূলকভাবে যাতে কেউ ঢাকায় প্রবেশ করে নাশকতা বা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্য তল্লাশি জোরদার করা হয়েছে।’
এ ছাড়া সাভারের বিরুলিয়ায় আজ শুক্রবার ভোর থেকে সাভার থানার পুলিশ তল্লাশি চৌকি বসিয়ে যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে। তল্লাশি চৌকি বসানো হয়েছে আশুলিয়ায়ও। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যেসব যানবাহন বাইপাইল ও আবদুল্লাহপুর হয়ে ঢাকায় ঢুকছে, সেসব যানবাহনে তল্লাশি চালাচ্ছে আশুলিয়া থানার পুলিশ। অন্যদিকে আজ ভোর থেকে তল্লাশি চৌকি বসানো হয়েছে ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ডে। পুলিশের সদস্যরা বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার পাশাপাশি যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করছেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৩০ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৪ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে