মাদারীপুর প্রতিনিধি

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুর সদর উপজেলার ধুরাইল এলাকার সানজিদ হাওলাদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গতকাল বুধবার রাতে ইতালির টারান্ত শহরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদরের ধুরাইল ইউনিয়নের ধুরাইল এলাকার মো. লিটন হাওলাদারের ছেলে সানজিদ হাওলাদার প্রায় দুই বছর আগে ইতালি যান। সেখানে ভালো চাকরি করতেন তিনি। গতকাল বুধবার রাতে ইতালিতে কাগজপত্র করার জন্য আঙুলের ছাপ দিতে বাসা থেকে বের হন। ইতালির টারান্ত এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের বাবা লিটন হাওলাদার বলেন, ‘ছেলেকে হারানোর শোক কীভাবে সইব! এখন ওর মুখটা শেষবারের মতো একবার দেখতে চাই। সরকারের কাছে আমাদের দাবি, আমার ছেলের লাশটা যেন বাংলাদেশে আনতে পারি, সেই ব্যবস্থা যেন করে দেয়।’
নিহতের মা শান্তি বেগম বলেন, ‘আমার তিন মেয়ে আর এই একটাই ছেলে। সেই ছেলেটা আজ ইতালি গিয়ে লাশ হলো। এটা আমি কীভাবে মেনে নেব। আমার ছেলেটার মুখ আমি শেষবারের মতো দেখতে চাই। যেভাবেই হোক আমার ছেলেকে দেশে এনে দাফনের ব্যবস্থা করা হোক।’
স্থানীয় ধুরাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘আমার চাচাতো ভাই লিটন হাওলাদারের একমাত্র ছেলে বাংলাদেশ সময় বুধবার রাতে ইতালিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা তার লাশ বাংলাদেশে আনার চেষ্টা করছি।’
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার কথা নিহতের পরিবার থেকে এখনো কেউ জানায়নি। তবে তারা চাইলে লাশ আনার ব্যাপারে অবশ্যই নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে।

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুর সদর উপজেলার ধুরাইল এলাকার সানজিদ হাওলাদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গতকাল বুধবার রাতে ইতালির টারান্ত শহরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদরের ধুরাইল ইউনিয়নের ধুরাইল এলাকার মো. লিটন হাওলাদারের ছেলে সানজিদ হাওলাদার প্রায় দুই বছর আগে ইতালি যান। সেখানে ভালো চাকরি করতেন তিনি। গতকাল বুধবার রাতে ইতালিতে কাগজপত্র করার জন্য আঙুলের ছাপ দিতে বাসা থেকে বের হন। ইতালির টারান্ত এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের বাবা লিটন হাওলাদার বলেন, ‘ছেলেকে হারানোর শোক কীভাবে সইব! এখন ওর মুখটা শেষবারের মতো একবার দেখতে চাই। সরকারের কাছে আমাদের দাবি, আমার ছেলের লাশটা যেন বাংলাদেশে আনতে পারি, সেই ব্যবস্থা যেন করে দেয়।’
নিহতের মা শান্তি বেগম বলেন, ‘আমার তিন মেয়ে আর এই একটাই ছেলে। সেই ছেলেটা আজ ইতালি গিয়ে লাশ হলো। এটা আমি কীভাবে মেনে নেব। আমার ছেলেটার মুখ আমি শেষবারের মতো দেখতে চাই। যেভাবেই হোক আমার ছেলেকে দেশে এনে দাফনের ব্যবস্থা করা হোক।’
স্থানীয় ধুরাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘আমার চাচাতো ভাই লিটন হাওলাদারের একমাত্র ছেলে বাংলাদেশ সময় বুধবার রাতে ইতালিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা তার লাশ বাংলাদেশে আনার চেষ্টা করছি।’
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার কথা নিহতের পরিবার থেকে এখনো কেউ জানায়নি। তবে তারা চাইলে লাশ আনার ব্যাপারে অবশ্যই নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে