সাভার (ঢাকা) প্রতিনিধি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার খাগানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই সমাবর্তন হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ অনেকে। সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এর মধ্যে মেধাবী ১২ শিক্ষার্থী পান স্বর্ণপদক।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শুধু পরীক্ষানীতি ও মুখস্থবিদ্যা দিয়ে দক্ষ, যোগ্য ও মানবিক সৃজনশীল মানুষ তৈরি হবে না। তাই প্রাথমিক পর্যায় থেকে শিশুদের তৈরি করার পরিকল্পনা নিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি চিহ্নিত গোষ্ঠী, যাদের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের সেখানে আমাদের জাতীয় শিক্ষাক্রমের বই পড়ানো হয় না। তারা বইগুলো নিয়ে অপপ্রচারে নামছেন। যে বিষয় বইয়ে নেই, যে বিষয় যেভাবে নেই, যে কথা আমার বইতে বলা হয়নি। যে ছবি আমার বইতে নেই। মিথ্যাচার করে, ফটোশপ ও এডিট করে সেগুলো আমাদের বইয়ের অংশ বলে তারা অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি আমাদের যারা শিক্ষক, লেখক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞসহ আমরা যারা মন্ত্রণালয়ের আছি, বিশেষ করে আমি যেহেতু মন্ত্রী। আমাদেরকে কুৎসিতভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘একই অপশক্তি নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে। যেখানে বইতে সুস্পষ্টভাবে বলা আছে, মানুষ বানর থেকে হয়নি। সেখানে তারা বলছে, বানর থেকে মানুষ হয়েছে। এই মিথ্যাচার কেন? এই অপপ্রচার কেন? আরও যা যা বলেছে, প্রত্যেকটির জবাব আছে। বইতে কোনো ভুল, এমনকি কোনো অস্বস্তি থাকলেও আমরা বিবেচনায় নেব।’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার খাগানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই সমাবর্তন হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ অনেকে। সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এর মধ্যে মেধাবী ১২ শিক্ষার্থী পান স্বর্ণপদক।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শুধু পরীক্ষানীতি ও মুখস্থবিদ্যা দিয়ে দক্ষ, যোগ্য ও মানবিক সৃজনশীল মানুষ তৈরি হবে না। তাই প্রাথমিক পর্যায় থেকে শিশুদের তৈরি করার পরিকল্পনা নিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি চিহ্নিত গোষ্ঠী, যাদের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের সেখানে আমাদের জাতীয় শিক্ষাক্রমের বই পড়ানো হয় না। তারা বইগুলো নিয়ে অপপ্রচারে নামছেন। যে বিষয় বইয়ে নেই, যে বিষয় যেভাবে নেই, যে কথা আমার বইতে বলা হয়নি। যে ছবি আমার বইতে নেই। মিথ্যাচার করে, ফটোশপ ও এডিট করে সেগুলো আমাদের বইয়ের অংশ বলে তারা অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি আমাদের যারা শিক্ষক, লেখক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞসহ আমরা যারা মন্ত্রণালয়ের আছি, বিশেষ করে আমি যেহেতু মন্ত্রী। আমাদেরকে কুৎসিতভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘একই অপশক্তি নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে। যেখানে বইতে সুস্পষ্টভাবে বলা আছে, মানুষ বানর থেকে হয়নি। সেখানে তারা বলছে, বানর থেকে মানুষ হয়েছে। এই মিথ্যাচার কেন? এই অপপ্রচার কেন? আরও যা যা বলেছে, প্রত্যেকটির জবাব আছে। বইতে কোনো ভুল, এমনকি কোনো অস্বস্তি থাকলেও আমরা বিবেচনায় নেব।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে