ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর থেকে ঢাকা রুটে চলাচল করা যাত্রীবাহী পরিবহন গোল্ডেন লাইনের একক আধিপত্য বন্ধ করে অন্য পরিবহন চলাচলের দাবি জানিয়েছেন ফরিদপুরবাসী। একই সঙ্গে ভাড়া নৈরাজ্যের বন্ধের দাবি জানানো হয়েছে। ঢাকা-ফরিদপুর রুটে পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তাঁরা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে তাঁরা জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বাস সিন্ডিকেটের কাছে জিম্মি রয়েছি। একটি মাত্র পরিবহন গোল্ডেন লাইনের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি। তারা তাদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করে থাকে। এই সিন্ডিকেটের কারণে ফরিদপুরে অন্য কোনো বড় যাত্রীবাহী পরিবহন ঢুকতে পারে না। আমরা অবিলম্বে ঢাকা-ফরিদপুর রুটে বাস ভাড়া ৩০০ টাকা করার দাবি জানাচ্ছি। এ ছাড়া ফরিদপুর থেকে ভালো মানের অন্য যেকোনো পরিবহন চলাচলের দাবি জানাচ্ছি।
শিক্ষার্থী আবরার নাদিম ইতু বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জানান দিয়েছি, দেশে যেসব বিদ্যমান সমস্যা রয়েছে তা সমাধান করতে হবে। ইতিমধ্যে আমরা সক্ষমতারও পরিচয় দিয়েছি। আগামী এক সপ্তাহের মধ্যে যদি বাস সিন্ডিকেট নিপাত না হয় এবং ভাড়া কমানো না হলে আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলব।’
মানববন্ধনে অংশ নেওয়া অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না বলেন, ‘গোল্ডেন লাইন দীর্ঘদিন ধরে এককভাবে ব্যবসা করে যাচ্ছে এবং অন্য ব্যবসায়ীদের বঞ্চিত করছে। যাত্রীদের হয়রানির শিকার হচ্ছে এবং অন্য পরিবহনের চেয়ে অধিক পরিমাণ টিকিটমূল্য নেওয়া হচ্ছে। তারা এতটাই শক্তিশালী যে, আমরা এত দিন তাদের কিছু বলতে পারি নাই। আমরা এখন আশাবাদী, এই সরকার আমাদের দাবি সমর্থন করবেন এবং আমরা শিক্ষার্থীদের নিয়ে এই সিন্ডিকেট ভাঙতে সক্ষম হব।’
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফরিদপুর ডায়েবেটিস কলেজের শিক্ষার্থী আহমেদ সৌরভ, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জেবা তাহসিন, স্থানীয় বাসিন্দা আলী মকিমসহ অনেকে।
মানববন্ধন শেষে তাঁরা মিছিল বের করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে একটি স্মারকলিপি তুলে দেন। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের দাবি দাওয়ার কথা শোনেন এবং স্মারকলিপিটি মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে আশ্বস্ত করেন।

ফরিদপুর থেকে ঢাকা রুটে চলাচল করা যাত্রীবাহী পরিবহন গোল্ডেন লাইনের একক আধিপত্য বন্ধ করে অন্য পরিবহন চলাচলের দাবি জানিয়েছেন ফরিদপুরবাসী। একই সঙ্গে ভাড়া নৈরাজ্যের বন্ধের দাবি জানানো হয়েছে। ঢাকা-ফরিদপুর রুটে পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তাঁরা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে তাঁরা জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বাস সিন্ডিকেটের কাছে জিম্মি রয়েছি। একটি মাত্র পরিবহন গোল্ডেন লাইনের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি। তারা তাদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করে থাকে। এই সিন্ডিকেটের কারণে ফরিদপুরে অন্য কোনো বড় যাত্রীবাহী পরিবহন ঢুকতে পারে না। আমরা অবিলম্বে ঢাকা-ফরিদপুর রুটে বাস ভাড়া ৩০০ টাকা করার দাবি জানাচ্ছি। এ ছাড়া ফরিদপুর থেকে ভালো মানের অন্য যেকোনো পরিবহন চলাচলের দাবি জানাচ্ছি।
শিক্ষার্থী আবরার নাদিম ইতু বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জানান দিয়েছি, দেশে যেসব বিদ্যমান সমস্যা রয়েছে তা সমাধান করতে হবে। ইতিমধ্যে আমরা সক্ষমতারও পরিচয় দিয়েছি। আগামী এক সপ্তাহের মধ্যে যদি বাস সিন্ডিকেট নিপাত না হয় এবং ভাড়া কমানো না হলে আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলব।’
মানববন্ধনে অংশ নেওয়া অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না বলেন, ‘গোল্ডেন লাইন দীর্ঘদিন ধরে এককভাবে ব্যবসা করে যাচ্ছে এবং অন্য ব্যবসায়ীদের বঞ্চিত করছে। যাত্রীদের হয়রানির শিকার হচ্ছে এবং অন্য পরিবহনের চেয়ে অধিক পরিমাণ টিকিটমূল্য নেওয়া হচ্ছে। তারা এতটাই শক্তিশালী যে, আমরা এত দিন তাদের কিছু বলতে পারি নাই। আমরা এখন আশাবাদী, এই সরকার আমাদের দাবি সমর্থন করবেন এবং আমরা শিক্ষার্থীদের নিয়ে এই সিন্ডিকেট ভাঙতে সক্ষম হব।’
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফরিদপুর ডায়েবেটিস কলেজের শিক্ষার্থী আহমেদ সৌরভ, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জেবা তাহসিন, স্থানীয় বাসিন্দা আলী মকিমসহ অনেকে।
মানববন্ধন শেষে তাঁরা মিছিল বের করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে একটি স্মারকলিপি তুলে দেন। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের দাবি দাওয়ার কথা শোনেন এবং স্মারকলিপিটি মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে আশ্বস্ত করেন।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে