শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য গরু ও ছাগল পালন করছিলেন কৃষক মজিবর হাওলাদার। হঠাৎ গোয়ালঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে দুটি গরু ও একটি ছাগল। এদিকে প্রাণীগুলো বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন তিনি নিজেও। বর্তমানে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন কৃষক মজিবর হাওলাদার (৬৫)।
গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। কৃষক মজিবর হাওলাদার ওই এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।
পরিবার ও স্থানীয়রা বলছে, মজিবর হাওলাদারের গোয়ালঘরে তিনটি গরু ও একটি ছাগল বাঁধা ছিল। মশা দূর করার জন্য গোয়ালঘরে কয়েল জ্বালিয়েছিলেন তিনি। পরে রাত ১০টার দিকে হঠাৎ করেই গোয়ালঘরে আগুন দেখতে পান তিনি। এ সময় গরু বাঁচাতে ঘরে প্রবেশ করে গরুর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করেন। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও নিজের শরীরে আগুন ধরে গেলে দ্রুত বের হয়ে আসেন। পরে পরিবারের লোকজন দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতেই তাঁকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাঁর শরীরের ৭৫ ভাগই অগ্নিদগ্ধ ছিল।’
এ বিষয়ে অগ্নিদগ্ধ মজিবর হাওলাদারের ভাই লাভলু হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানিতে বিক্রির জন্য বড় দুটি গরু ছিল, সেগুলা আগুনে পুড়ে মারা গেছে। আমার ভাই গরু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গেছে। রাতেই ঢাকায় নিয়ে গেছি চিকিৎসার জন্য।’

মাদারীপুরের শিবচরে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য গরু ও ছাগল পালন করছিলেন কৃষক মজিবর হাওলাদার। হঠাৎ গোয়ালঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে দুটি গরু ও একটি ছাগল। এদিকে প্রাণীগুলো বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন তিনি নিজেও। বর্তমানে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন কৃষক মজিবর হাওলাদার (৬৫)।
গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। কৃষক মজিবর হাওলাদার ওই এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।
পরিবার ও স্থানীয়রা বলছে, মজিবর হাওলাদারের গোয়ালঘরে তিনটি গরু ও একটি ছাগল বাঁধা ছিল। মশা দূর করার জন্য গোয়ালঘরে কয়েল জ্বালিয়েছিলেন তিনি। পরে রাত ১০টার দিকে হঠাৎ করেই গোয়ালঘরে আগুন দেখতে পান তিনি। এ সময় গরু বাঁচাতে ঘরে প্রবেশ করে গরুর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করেন। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও নিজের শরীরে আগুন ধরে গেলে দ্রুত বের হয়ে আসেন। পরে পরিবারের লোকজন দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতেই তাঁকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাঁর শরীরের ৭৫ ভাগই অগ্নিদগ্ধ ছিল।’
এ বিষয়ে অগ্নিদগ্ধ মজিবর হাওলাদারের ভাই লাভলু হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানিতে বিক্রির জন্য বড় দুটি গরু ছিল, সেগুলা আগুনে পুড়ে মারা গেছে। আমার ভাই গরু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গেছে। রাতেই ঢাকায় নিয়ে গেছি চিকিৎসার জন্য।’

সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২০ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে