শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য গরু ও ছাগল পালন করছিলেন কৃষক মজিবর হাওলাদার। হঠাৎ গোয়ালঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে দুটি গরু ও একটি ছাগল। এদিকে প্রাণীগুলো বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন তিনি নিজেও। বর্তমানে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন কৃষক মজিবর হাওলাদার (৬৫)।
গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। কৃষক মজিবর হাওলাদার ওই এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।
পরিবার ও স্থানীয়রা বলছে, মজিবর হাওলাদারের গোয়ালঘরে তিনটি গরু ও একটি ছাগল বাঁধা ছিল। মশা দূর করার জন্য গোয়ালঘরে কয়েল জ্বালিয়েছিলেন তিনি। পরে রাত ১০টার দিকে হঠাৎ করেই গোয়ালঘরে আগুন দেখতে পান তিনি। এ সময় গরু বাঁচাতে ঘরে প্রবেশ করে গরুর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করেন। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও নিজের শরীরে আগুন ধরে গেলে দ্রুত বের হয়ে আসেন। পরে পরিবারের লোকজন দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতেই তাঁকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাঁর শরীরের ৭৫ ভাগই অগ্নিদগ্ধ ছিল।’
এ বিষয়ে অগ্নিদগ্ধ মজিবর হাওলাদারের ভাই লাভলু হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানিতে বিক্রির জন্য বড় দুটি গরু ছিল, সেগুলা আগুনে পুড়ে মারা গেছে। আমার ভাই গরু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গেছে। রাতেই ঢাকায় নিয়ে গেছি চিকিৎসার জন্য।’

মাদারীপুরের শিবচরে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য গরু ও ছাগল পালন করছিলেন কৃষক মজিবর হাওলাদার। হঠাৎ গোয়ালঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে দুটি গরু ও একটি ছাগল। এদিকে প্রাণীগুলো বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন তিনি নিজেও। বর্তমানে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন কৃষক মজিবর হাওলাদার (৬৫)।
গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। কৃষক মজিবর হাওলাদার ওই এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।
পরিবার ও স্থানীয়রা বলছে, মজিবর হাওলাদারের গোয়ালঘরে তিনটি গরু ও একটি ছাগল বাঁধা ছিল। মশা দূর করার জন্য গোয়ালঘরে কয়েল জ্বালিয়েছিলেন তিনি। পরে রাত ১০টার দিকে হঠাৎ করেই গোয়ালঘরে আগুন দেখতে পান তিনি। এ সময় গরু বাঁচাতে ঘরে প্রবেশ করে গরুর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করেন। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও নিজের শরীরে আগুন ধরে গেলে দ্রুত বের হয়ে আসেন। পরে পরিবারের লোকজন দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতেই তাঁকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাঁর শরীরের ৭৫ ভাগই অগ্নিদগ্ধ ছিল।’
এ বিষয়ে অগ্নিদগ্ধ মজিবর হাওলাদারের ভাই লাভলু হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানিতে বিক্রির জন্য বড় দুটি গরু ছিল, সেগুলা আগুনে পুড়ে মারা গেছে। আমার ভাই গরু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গেছে। রাতেই ঢাকায় নিয়ে গেছি চিকিৎসার জন্য।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে