
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধারকাজ। নিখোঁজদের অপেক্ষায় এখনো ধ্বংসস্তূপের সামনে আসছেন স্বজনেরা। তেমনি মেহেদী হাসান স্বপনের খোঁজে অপেক্ষার প্রহর গুনছেন তাঁর স্বজনেরা।
আজ বৃহস্পতিবার ধ্বংসস্তূপের সামনে ছোট ভাই স্বপনের সন্ধানে নোয়াখালী থেকে আসেন তানভীর হাসান সোহাগ। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে নিয়ে বিধ্বস্ত ভবনের ভেতরে যান। স্বপন বাংলাদেশ স্যানিটারির ম্যানেজার হিসেবে কাজ করতেন।
বিধ্বস্ত ভবনে ঢোকার আগে কথা হয় সোহাগের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুই ভাই। স্বপন ছোট। সে বাংলাদেশ স্যানিটারিতে ১৫ বছর ধরে কাজ করত। বিস্ফোরণের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে খুঁজেছি, কোথাও তাকে পাইনি।’
নিখোঁজ স্বপনের সন্তানেরা বাবার জন্য কান্না করছে জানিয়ে সোহাগ বলেন, ‘আমার ভাইয়ের দুইটা সন্তান। স্ত্রী-সন্তানদেের নিয়ে রামপুরার টিভি সেন্টার এলাকায় থাকত। গ্রামে বৃদ্ধ বাবা-মা আহাজারি করছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দোকানে খুঁজেছেন, কিন্তু পাননি। আমরা যতটা জেনেছি, ঘটনার সময় আমার ভাই দোকানে ছিল। তাই ফায়ার সার্ভিসকে অনুরোধ করেছি আশপাশে তল্লাশি চালাতে।’
স্বপনের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা এলাকায়। তাঁর বাবার নাম গোলাম রাব্বানী।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন—কুমিল্লার মো. সুমন (২১), বরিশালের ইসহাক মৃধা (৩৫), যাত্রাবাড়ীর মুনসুর হোসেন (৪০), নুরুল ইসলাম ভুঁইয়া ও মো. ইদ্রিস মীর (৬০), পুরান ঢাকার মো. ইসমাইল (৪২), ব্যবসায়ী মোমিন উদ্দিন সুমন ও সম্রাট, চাঁদপুরের আল আমিন (২৩), কেরানীগঞ্জের রাহাত (১৮), চকবাজারের মমিনুল ইসলাম (৩৮) ও নদী বেগম (৩৬), মুন্সিগঞ্জের মাঈন উদ্দিন (৫০), আবু জাফর সিদ্দিক (৩৪), হাফেজ মো. মুসা, পুরান ঢাকার বংশালের নাজমুল হোসেন (২৫), আকৃতি বেগম (৭০), হৃদয় ও আব্দুল হাসিম সিয়াম (৩৫), মানিকগঞ্জের ওবায়দুল হাসান বাবুল (৫৫) এবং নোয়াখালীর রবিন হোসেন শান্ত। এ দুর্ঘটনায় আহত ১৫ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১০ মিনিট আগে