নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা গুলিস্তানে সবচেয়ে বেশি অগ্নিঝুঁকিতে রয়েছে বঙ্গবাজার। আজ শনিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মার্কেটের ভেতরে ধোঁয়া দেখতে পান মার্কেটের নিরাপত্তা কর্মীরা। একই সময়ে বঙ্গবাজারের পাশে থাকা ফায়ার সার্ভিস সদর দপ্তরের গেটে দায়িত্বরত সদস্যরাও ধোঁয়া দেখতে পেয়ে ওয়্যারলেসে বঙ্গবাজারে আগুনের বার্তা দেন। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সাতটি স্টেশনের ২০টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।
পুরো ঘটনাই ছিল পূর্বপরিকল্পিত। আন্তর্জাতিক অগ্নিপ্রতিরোধ দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের বিশেষ একটি মহড়ার আয়োজন করা হয়েছিল। সেই মহড়ার অংশ হিসেবে বঙ্গবাজারের ভেতর থেকে ধোঁয়া উৎপন্ন করা হয়। আজ শনিবার সকালে এই মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ার বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া পরিচালক শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, `আজ আন্তর্জাতিক অগ্নিপ্রতিরোধ দিবস। এই দিনে আমরা একটি বিশেষ মহড়ার আয়োজন করেছি। গুলিস্তান ঢাকার অন্যতম একটি ব্যস্ত এলাকা। এই এলাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোর মধ্যে বঙ্গবাজার উল্লেখযোগ্য। আর এই মার্কেট ফায়ার সার্ভিস সদর দপ্তরের পাশেই। তাই আমরা বঙ্গবাজারের জন্য আলাদা একটি সাইরেন নির্ধারণ করেছি। এই সাইরেন শুধু বঙ্গবাজারের জন্য। এই মার্কেটে আগুন লাগলে বিশেষ সাইরেন বাজিয়ে সাতটি স্টেশন থেকে যোগ দিতে বলা আছে। এ বিষয়ে ট্রেনিংয়ের সময় প্রত্যেকের কাজ ভাগ করা আছে। এমনকি কে কোথায় অবস্থান নেবেন, সেটিও নির্ধারণ করা আছে।'
শাহজাহান শিকদার বলেন, ‘আমরা যেহেতু একটি বাস্তবিক মহড়া চালানোর চেষ্টা করেছি। মহড়ার কারণে যেন কোনো আতঙ্ক সৃষ্টি না হয়, তাই পুলিশ সদর দপ্তর, র্যাব ও ৯৯৯ জরুরি সেবাসহ সংশ্লিষ্ট সবাইকে আগে থেকেই জানানো ছিল।’
প্রায় ঘণ্টাব্যাপী হওয়া এই মহড়া কার্যক্রমের নেতৃত্ব দেন ঢাকা বিভাগের উপপরিচালক দিনমণি শর্মা। ঢাকার সহকারী পরিচালক আবদুল হালিম মহড়া বাস্তবায়ন করেন। অধিদপ্তরের পক্ষে মহড়া পর্যবেক্ষণ করেন উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন। মহড়ায় ঢাকার বিভিন্ন জোনের প্রধানেরা অংশ নেন। যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা তাৎক্ষণিক মেরামতের জন্য মেকানিক টিমসহ উপস্থিত ছিলেন ফোরম্যান গোলাম মওলা। এ ছাড়া ক্রাউড কন্ট্রোল টিম, মিডিয়া সেল, বেতার শাখাসহ ঢাকার সাতটি ফায়ার স্টেশনের মোট ২০টি ইউনিট এতে অংশ নেয়। সদর দপ্তরের নেতৃত্বে ছিলেন সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান।
মহড়ায় বঙ্গবাজার হকার্স মার্কেটসহ আশপাশের মার্কেটের দোকান মালিক, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহযোগিতা করেন। মহড়ায় এসব মার্কেটের নিরাপত্তাকর্মীরা অংশগ্রহণ করেন।

রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা গুলিস্তানে সবচেয়ে বেশি অগ্নিঝুঁকিতে রয়েছে বঙ্গবাজার। আজ শনিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মার্কেটের ভেতরে ধোঁয়া দেখতে পান মার্কেটের নিরাপত্তা কর্মীরা। একই সময়ে বঙ্গবাজারের পাশে থাকা ফায়ার সার্ভিস সদর দপ্তরের গেটে দায়িত্বরত সদস্যরাও ধোঁয়া দেখতে পেয়ে ওয়্যারলেসে বঙ্গবাজারে আগুনের বার্তা দেন। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সাতটি স্টেশনের ২০টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।
পুরো ঘটনাই ছিল পূর্বপরিকল্পিত। আন্তর্জাতিক অগ্নিপ্রতিরোধ দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের বিশেষ একটি মহড়ার আয়োজন করা হয়েছিল। সেই মহড়ার অংশ হিসেবে বঙ্গবাজারের ভেতর থেকে ধোঁয়া উৎপন্ন করা হয়। আজ শনিবার সকালে এই মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ার বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া পরিচালক শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, `আজ আন্তর্জাতিক অগ্নিপ্রতিরোধ দিবস। এই দিনে আমরা একটি বিশেষ মহড়ার আয়োজন করেছি। গুলিস্তান ঢাকার অন্যতম একটি ব্যস্ত এলাকা। এই এলাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোর মধ্যে বঙ্গবাজার উল্লেখযোগ্য। আর এই মার্কেট ফায়ার সার্ভিস সদর দপ্তরের পাশেই। তাই আমরা বঙ্গবাজারের জন্য আলাদা একটি সাইরেন নির্ধারণ করেছি। এই সাইরেন শুধু বঙ্গবাজারের জন্য। এই মার্কেটে আগুন লাগলে বিশেষ সাইরেন বাজিয়ে সাতটি স্টেশন থেকে যোগ দিতে বলা আছে। এ বিষয়ে ট্রেনিংয়ের সময় প্রত্যেকের কাজ ভাগ করা আছে। এমনকি কে কোথায় অবস্থান নেবেন, সেটিও নির্ধারণ করা আছে।'
শাহজাহান শিকদার বলেন, ‘আমরা যেহেতু একটি বাস্তবিক মহড়া চালানোর চেষ্টা করেছি। মহড়ার কারণে যেন কোনো আতঙ্ক সৃষ্টি না হয়, তাই পুলিশ সদর দপ্তর, র্যাব ও ৯৯৯ জরুরি সেবাসহ সংশ্লিষ্ট সবাইকে আগে থেকেই জানানো ছিল।’
প্রায় ঘণ্টাব্যাপী হওয়া এই মহড়া কার্যক্রমের নেতৃত্ব দেন ঢাকা বিভাগের উপপরিচালক দিনমণি শর্মা। ঢাকার সহকারী পরিচালক আবদুল হালিম মহড়া বাস্তবায়ন করেন। অধিদপ্তরের পক্ষে মহড়া পর্যবেক্ষণ করেন উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন। মহড়ায় ঢাকার বিভিন্ন জোনের প্রধানেরা অংশ নেন। যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা তাৎক্ষণিক মেরামতের জন্য মেকানিক টিমসহ উপস্থিত ছিলেন ফোরম্যান গোলাম মওলা। এ ছাড়া ক্রাউড কন্ট্রোল টিম, মিডিয়া সেল, বেতার শাখাসহ ঢাকার সাতটি ফায়ার স্টেশনের মোট ২০টি ইউনিট এতে অংশ নেয়। সদর দপ্তরের নেতৃত্বে ছিলেন সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান।
মহড়ায় বঙ্গবাজার হকার্স মার্কেটসহ আশপাশের মার্কেটের দোকান মালিক, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহযোগিতা করেন। মহড়ায় এসব মার্কেটের নিরাপত্তাকর্মীরা অংশগ্রহণ করেন।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে