নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খাদ্য অধিদপ্তরের সাবেক সহকারী উপপরিচালক সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম মামলায় সিরাজুল ইসলামকে আসামি করা হয়েছে। অপর মামলায় সিরাজুল ও তাঁর স্ত্রী মোস্তফা সুলতানাকে আসামি করা হয়।
সিরাজুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ৩ কোটি ১৪ লাখ ৭ হাজার ৬৭৭ টাকার সম্পদের মধ্যে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ও জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১২ লাখ ৩২ হাজার ৫৩৩ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি।
এতে আরও বলা হয়, সিরাজুল ১৯৮৭ সালের ২৬ নভেম্বর উপজেলা খাদ্য কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। ২০২১ সালে সহকারী উপপরিচালক পদে থেকে অবসর নেন। দীর্ঘ চাকরি জীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে ঢাকার উত্তরা ও কাকরাইলে ফ্ল্যাট কেনেন। এ ছাড়া একাধিক ব্যাংকে সিরাজুলের আর্থিক লেনদেনের প্রমাণ মেলে অনুসন্ধানে।
সাবেক এই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা অপর মামলার এজাহারে বলা হয়, দুদকের সম্পদের বিবরণীর নোটিশ দেওয়ার পর ২০১৯ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেন সিরাজুল ইসলামের স্ত্রী মোস্তফা সুলতানা। যেখানে তিনি ১৩ লাখ ৩৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৪৬ লাখ ৭৬ হাজার ১৪৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার কারণে স্ত্রীকে প্রধান আসামি ও স্বামী সিরাজুল ইসলামকে সহযোগী আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খাদ্য অধিদপ্তরের সাবেক সহকারী উপপরিচালক সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম মামলায় সিরাজুল ইসলামকে আসামি করা হয়েছে। অপর মামলায় সিরাজুল ও তাঁর স্ত্রী মোস্তফা সুলতানাকে আসামি করা হয়।
সিরাজুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ৩ কোটি ১৪ লাখ ৭ হাজার ৬৭৭ টাকার সম্পদের মধ্যে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ও জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১২ লাখ ৩২ হাজার ৫৩৩ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি।
এতে আরও বলা হয়, সিরাজুল ১৯৮৭ সালের ২৬ নভেম্বর উপজেলা খাদ্য কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। ২০২১ সালে সহকারী উপপরিচালক পদে থেকে অবসর নেন। দীর্ঘ চাকরি জীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে ঢাকার উত্তরা ও কাকরাইলে ফ্ল্যাট কেনেন। এ ছাড়া একাধিক ব্যাংকে সিরাজুলের আর্থিক লেনদেনের প্রমাণ মেলে অনুসন্ধানে।
সাবেক এই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা অপর মামলার এজাহারে বলা হয়, দুদকের সম্পদের বিবরণীর নোটিশ দেওয়ার পর ২০১৯ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেন সিরাজুল ইসলামের স্ত্রী মোস্তফা সুলতানা। যেখানে তিনি ১৩ লাখ ৩৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৪৬ লাখ ৭৬ হাজার ১৪৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার কারণে স্ত্রীকে প্রধান আসামি ও স্বামী সিরাজুল ইসলামকে সহযোগী আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে