ঢাবি প্রতিনিধি

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে, ভেঙে পড়েছে পাঠকক্ষের দরজার গ্লাস।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ঝুঁকিপূর্ণ সিকদার মনোয়ারা ভবনেও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। ভূমিকম্পের সময় এই হলের দুজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন, আহত হন বেশ কয়েকজন।
এ ছাড়া মাস্টারদা সূর্য সেন হলের ২৩৩ নম্বর কক্ষ থেকে লাফ দিয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. মিনহাজ। মিনহাজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজী মুহম্মদ মুহসীন হলে গিয়ে দেখা যায়, পাঠকক্ষের দরজার ফ্রেম ভেঙে পড়েছে। এ ছাড়া ২৪৪, ২৪৮, ৩৪৪, ৩৫১ নম্বর কক্ষসহ আরও কিছু কক্ষের ছাদের পলেস্তারা খসে আগেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ২৪৯ ও ৪৩৮ নম্বর কক্ষসহ আরও কিছু কক্ষে ঝুঁকি থাকায় সিলিং ফ্যান লাগানো যাচ্ছে না।
এমন অবস্থায় আজ শনিবার সকালে ভূমিকম্পে বিভিন্ন কক্ষের ভঙ্গুর স্থান থেকে পলেস্তারা খসে পড়তে শুরু করে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কিত একাধিক শিক্ষার্থী দোতলা থেকে লাফ দিয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি।
ঝুঁকিপূর্ণ কক্ষ ও সার্বিক বিষয়ে নজর রাখছেন বলে জানিয়েছেন মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান।
মাস্টারদা সূর্য সেন হলের ২৩৩ নম্বর কক্ষ থেকে আতঙ্কে লাফ দেওয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মিনহাজকে ঢামেকে ভর্তি করা হয়েছে। মাস্টারদা সূর্য সেন হলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব জানান, ওই শিক্ষার্থী আতঙ্কে লাফ দিয়েছেন। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তাঁর পায়ে প্লাস্টার করা হয়েছে। কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে, এতে হাড় জোড়া না লাগলে সার্জারি করা লাগতে পারে।
অন্যদিকে শিক্ষার্থীরা তাড়াহুড়া করে বেরোতে গিয়ে পাঠকক্ষের দরজা ভেঙে গেছে। ভাঙা কাচে কয়েকজন ছাত্র হালকা জখম ও বিভিন্ন কক্ষ থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘আহত শিক্ষার্থীকে ঢামেকের অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে। বেশ কিছু শিক্ষার্থী ছোটখাটো আঘাত পেয়েছে। তারাও প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বিষয়টি নিয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।’
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ঝুঁকিপূর্ণ সিকদার মনোয়ারা ভবনে শতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন। সিট-সংকটের সমাধান ও ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিতে বিভিন্ন সময় আন্দোলন করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থানরত শিক্ষার্থীরা ভূমিকম্পের সময় আতঙ্কিত হন। দুজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
হলের একাধিক শিক্ষার্থী আজকের পত্রিকাকে জানান, ভূমিকম্প শুরু হলে শিক্ষার্থীরা আতঙ্কিত হন। দুজন অজ্ঞান হয়ে পড়েন। ঘণ্টাখানেক পরে হল প্রশাসন আসে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজকের পত্রিকাকে জানান, মৈত্রী হলের ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের সরানোর বিষয়ে কমিটি করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ নিয়ে সিকদার মনোয়ারা ভবন বন্ধ করে দেওয়া হবে। সেখানে কাউকে রাখা হবে না। বাকি বিষয়ে নিজ নিজ হল প্রশাসনকে কাজ করার ব্যাপারে বলা হয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে, ভেঙে পড়েছে পাঠকক্ষের দরজার গ্লাস।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ঝুঁকিপূর্ণ সিকদার মনোয়ারা ভবনেও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। ভূমিকম্পের সময় এই হলের দুজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন, আহত হন বেশ কয়েকজন।
এ ছাড়া মাস্টারদা সূর্য সেন হলের ২৩৩ নম্বর কক্ষ থেকে লাফ দিয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. মিনহাজ। মিনহাজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজী মুহম্মদ মুহসীন হলে গিয়ে দেখা যায়, পাঠকক্ষের দরজার ফ্রেম ভেঙে পড়েছে। এ ছাড়া ২৪৪, ২৪৮, ৩৪৪, ৩৫১ নম্বর কক্ষসহ আরও কিছু কক্ষের ছাদের পলেস্তারা খসে আগেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ২৪৯ ও ৪৩৮ নম্বর কক্ষসহ আরও কিছু কক্ষে ঝুঁকি থাকায় সিলিং ফ্যান লাগানো যাচ্ছে না।
এমন অবস্থায় আজ শনিবার সকালে ভূমিকম্পে বিভিন্ন কক্ষের ভঙ্গুর স্থান থেকে পলেস্তারা খসে পড়তে শুরু করে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কিত একাধিক শিক্ষার্থী দোতলা থেকে লাফ দিয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি।
ঝুঁকিপূর্ণ কক্ষ ও সার্বিক বিষয়ে নজর রাখছেন বলে জানিয়েছেন মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান।
মাস্টারদা সূর্য সেন হলের ২৩৩ নম্বর কক্ষ থেকে আতঙ্কে লাফ দেওয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মিনহাজকে ঢামেকে ভর্তি করা হয়েছে। মাস্টারদা সূর্য সেন হলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব জানান, ওই শিক্ষার্থী আতঙ্কে লাফ দিয়েছেন। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তাঁর পায়ে প্লাস্টার করা হয়েছে। কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে, এতে হাড় জোড়া না লাগলে সার্জারি করা লাগতে পারে।
অন্যদিকে শিক্ষার্থীরা তাড়াহুড়া করে বেরোতে গিয়ে পাঠকক্ষের দরজা ভেঙে গেছে। ভাঙা কাচে কয়েকজন ছাত্র হালকা জখম ও বিভিন্ন কক্ষ থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘আহত শিক্ষার্থীকে ঢামেকের অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে। বেশ কিছু শিক্ষার্থী ছোটখাটো আঘাত পেয়েছে। তারাও প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বিষয়টি নিয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।’
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ঝুঁকিপূর্ণ সিকদার মনোয়ারা ভবনে শতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন। সিট-সংকটের সমাধান ও ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিতে বিভিন্ন সময় আন্দোলন করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থানরত শিক্ষার্থীরা ভূমিকম্পের সময় আতঙ্কিত হন। দুজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
হলের একাধিক শিক্ষার্থী আজকের পত্রিকাকে জানান, ভূমিকম্প শুরু হলে শিক্ষার্থীরা আতঙ্কিত হন। দুজন অজ্ঞান হয়ে পড়েন। ঘণ্টাখানেক পরে হল প্রশাসন আসে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজকের পত্রিকাকে জানান, মৈত্রী হলের ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের সরানোর বিষয়ে কমিটি করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ নিয়ে সিকদার মনোয়ারা ভবন বন্ধ করে দেওয়া হবে। সেখানে কাউকে রাখা হবে না। বাকি বিষয়ে নিজ নিজ হল প্রশাসনকে কাজ করার ব্যাপারে বলা হয়েছে।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৯ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৭ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৪৩ মিনিট আগে