ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় আলোচিত কাসেম হত্যা মামলায় ১১ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর জজকোর্টের আইনজীবী ইব্রাহিম হোসেন ওই ১১ আসামির জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইব্রাহিম হোসেন বলেন, রোববার বেলা ১১টার দিকে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়েছিলেন। শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন বিচারক জিয়া হায়দার।
জামিন পাওয়া ১১ আসামি হলেন সানোয়ার শরীফ, মোশারফ, ওহিদ খাঁ, আনোয়ার, লিমন, শহিদ মাতুব্বর, আরফিন, জনি, রেজাউল মাতুব্বর, মো. শহিদ। তাঁদের বাড়ি বালিয়াগট্টি ও আশপাশের এলাকায়।
প্রসঙ্গত, গত বছরের ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপের ইমামবাড়ী এলাকায় এক তরুণীকে উত্ত্যক্তের জেরে বখাটেদের ছুরিকাঘাতে খুন হন কাসেম বেপারী (২৮) নামের এক যুবক। এ মামলায় নিরীহ মানুষদের হয়রানির উদ্দেশ্যে আসামি করার অভিযোগ ওঠে।
এ হত্যাকে পুঁজি করে উপজেলার বালিয়াগট্টি, দোহার গট্টি, বড় বালিয়া, ছোট বালিয়া, পাটপাশা, জয়ঝাপসহ আশপাশের কয়েক গ্রামের মানুষকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে এবং ঘরবাড়ি লুটপাট, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোটি টাকার চাঁদাবাজি করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। এ ছাড়া দোকানপাট, ঘরবাড়ি লুটসহ এলাকায় হাতুড়ি বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের বিস্তর অভিযোগও ওঠে।
এরই ধারাবাহিকতায় গত বছরের ২০ অক্টোবর রাতে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি, মেম্বার গট্টিসহ আশপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

ফরিদপুরের সালথায় আলোচিত কাসেম হত্যা মামলায় ১১ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর জজকোর্টের আইনজীবী ইব্রাহিম হোসেন ওই ১১ আসামির জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইব্রাহিম হোসেন বলেন, রোববার বেলা ১১টার দিকে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়েছিলেন। শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন বিচারক জিয়া হায়দার।
জামিন পাওয়া ১১ আসামি হলেন সানোয়ার শরীফ, মোশারফ, ওহিদ খাঁ, আনোয়ার, লিমন, শহিদ মাতুব্বর, আরফিন, জনি, রেজাউল মাতুব্বর, মো. শহিদ। তাঁদের বাড়ি বালিয়াগট্টি ও আশপাশের এলাকায়।
প্রসঙ্গত, গত বছরের ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপের ইমামবাড়ী এলাকায় এক তরুণীকে উত্ত্যক্তের জেরে বখাটেদের ছুরিকাঘাতে খুন হন কাসেম বেপারী (২৮) নামের এক যুবক। এ মামলায় নিরীহ মানুষদের হয়রানির উদ্দেশ্যে আসামি করার অভিযোগ ওঠে।
এ হত্যাকে পুঁজি করে উপজেলার বালিয়াগট্টি, দোহার গট্টি, বড় বালিয়া, ছোট বালিয়া, পাটপাশা, জয়ঝাপসহ আশপাশের কয়েক গ্রামের মানুষকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে এবং ঘরবাড়ি লুটপাট, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোটি টাকার চাঁদাবাজি করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। এ ছাড়া দোকানপাট, ঘরবাড়ি লুটসহ এলাকায় হাতুড়ি বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের বিস্তর অভিযোগও ওঠে।
এরই ধারাবাহিকতায় গত বছরের ২০ অক্টোবর রাতে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি, মেম্বার গট্টিসহ আশপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
১৫ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৭ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৮ ঘণ্টা আগে