
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২২-এর জেলা পর্যায়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শরীয়তপুরের ডামুড্যায় এ সামাদ ইসলামি একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়। শরীয়তপুর জেলার ৫০টি মাদ্রাসার ৩১০ জন প্রতিযোগীকে নিয়ে চূড়ান্ত পর্বের এই আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে ৫টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগ অঞ্চল-২-এর সভাপতি হাফেজ মাওলানা শওকত আলী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মাওলানা মুফতি হাসান কায়েফ।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা শওকত আলী বলেন, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কুরআন চর্চার বিকল্প নেই। মানুষকে দুনিয়া ও আখিরাতে মুক্তি পেতে হলে কুরআন পড়া এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা অবশ্যই কর্তব্য।
এ সময় উপস্থিত ছিলেন—মাওলানা আবু বকর, মুফতি সিব্বির আহমেদ ওসমানী, এ সামাদ ইসলামিয়া একাডেমির প্রিন্সিপাল মাওলানা জাফর আহমেদ, মারকাজুত তাহফিজ হাফেজি মাদ্রাসার প্রতিষ্ঠা পরিচালক হাফেজ মাওলানা আবদুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী মো. জামাল হোসেন মিথুন সিকদার, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মিরাজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরানসহ অন্য আলেমেরা।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে