Ajker Patrika

হত্যা মামলায় ওবায়দুল কাদেরের পিএস মতিন ৩ দিনের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­
ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিন হাওলাদার (মাঝে)।
ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিন হাওলাদার (মাঝে)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় শিক্ষার্থী রিয়াজ হোসেনের মৃত্যুর ঘটনার করা হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিন হাওলাদারকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

বিকালে আব্দুল মতিনকে আদালতে হাজির করে কেরানীগঞ্জ থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কেরাণীগঞ্জ মডেল থানার পরিদর্শক ইলিয়াস হোসেন তাকে ৭ দিনের রিমান্ড নিতে আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত সোমবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এরপর কেরানীগঞ্জ থানার রিয়াজ হত্যা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ জুলাই কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় বৈষম্যবিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ইস্পাহানি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী রিয়াজ হোসেন (২১)। ওই সময় একটি গুলি তাঁর মাথার পেছনে লাগে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওইদিন সন্ধা ৬ টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের চাচা রমজান আলী শওকত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে মামলা করেন।

মামলায় বলা হয় শেখ হাসিনার নির্দেশে এবং অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিকল্পনায় ও প্রত্যক্ষ অংশগ্রহণে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করা হয়। ওই গুলিতে শিক্ষার্থী রিয়াজ নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত