
খন্দকার এনায়েত উল্যাহ মহাখালী বাস টার্মিনাল থেকে গায়ের জোরে এনা পরিবহনের বাস চালাতেন বলে অভিযোগ করেছে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম। তিনি বলেন, ‘মহাখালী বাস টার্মিনাল থেকে বাস চালাতে হলে এই সমিতির সদস্য হওয়া বাধ্যতামূলক। খন্দকার এনায়েত উল্যাহ দীর্ঘদিন এই বাস টার্মিনাল থেকে গাড়ি চালিয়েছেন। এই সময়ের মধ্যে তিনি কোনো দিন আমাদের সদস্য হননি। আমাদের মালিক-শ্রমিকদের তিনি কোনো সহায়তাও দেননি। তিনি গায়ের জোরে বাস চালিয়েছেন। তাঁকে প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমাদের ছিল না।’
আজ সোমবার দুপুরে মহাখালী বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই অভিযোগ জানান আবুল কালাম।
গত ৫ আগস্টের পর মহাখালী বাস টার্মিনালে কোনো চাঁদাবাজি হয়নি দাবি করে তিনি বলেন, ‘বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি মহাখালী বাস টার্মিনালের চাঁদাবাজির গল্প করা হয়েছে। কিন্তু আমি দৃঢ়চিত্তে বলতে চাই, গত ৫ আগস্টের পর মহাখালী বাস টার্মিনালে কোনো চাঁদাবাজি হয়নি। শুধু টার্মিনাল পরিচালন ব্যয় ও মসজিদের জন্য ১০ টাকা করে বাসপ্রতি চাঁদা নেওয়া হয়। বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য পরিবহন সেক্টরের শৃঙ্খলা আনা ও দুর্ঘটনা কমানোর নানাবিধ পদক্ষেপ নিয়ে আমরা যখন ব্যস্ত সময় পার করছি, তখন গার্মেন্টস সেক্টরের মতো সড়ক পরিবহন সেক্টরকে অশান্ত করার জন্য স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর ও কতিপয় সুবিধাভোগী নানাভাবে উসকানি দিয়ে পরিবহন সেক্টরকে অশান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে আমরা পরিবহন সেক্টরের মালিক–শ্রমিক সবাইকে সজাগ-দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৬ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৬ মিনিট আগে