Ajker Patrika

ভূঞাপুরে খাদ্য কর্মকর্তার ‘হাত কেটে নেওয়ার’ হুমকি বিএনপি নেতার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম। ছবি: আজকের পত্রিকা
ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওপেন মার্কেট সেলের (ওএমএস) ডিলারশিপ না পাওয়ায় বিএনপির এক নেতা খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিএনপির ওই নেতার নাম আব্দুস ছালাম। তিনি উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হকের অভিযোগ, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নেতা আব্দুস ছালাম দলবল নিয়ে খাদ্য কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় ওএমএসের ডিলার হিসেবে আব্দুস ছালামকে নিয়োগ না দেওয়ায় হামিদুল হককে গালমন্দ করেন এবং একপর্যায়ে তাঁর হাত কেটে নেওয়ার হুমকি দেন। এ সময় অফিস সহকারী হৃদয় ও কম্পিউটার অপারেটর শাহনাজ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে উন্মুক্ত লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তা কার্যালয়। এতে উপজেলার ছয়টি ইউনিয়নের ওএমএসের ডিলার নিয়োগের আবেদনকারীরা অংশ নেন। সে সময় আবেদনকারীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়।

খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লটারিতে অন্য আবেদনকারীদের মতো গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম অংশ নেন। তিনি লটারিতে ডিলারশিপ না জেতায় ক্ষোভে আজ সকালে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে তাঁর দলবল নিয়ে ঢোকেন এবং খাদ্য কর্মকর্তাকে হাত কেটে নেওয়ার হুমকি দেন।

অফিস সহকারী হৃদয় বলেন, ‘সকালে আব্দুস ছালাম তাঁর লোকজন নিয়ে কার্যালয়ে ঢুকে খাদ্য কর্মকর্তাকে গালাগাল করেন। পরে লটারির মাধ্যমে গাবসারা ইউনিয়নে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের ডিও লেটার (আধা সরকারি চিঠি) বন্ধ রাখতে বলেন। আর তা না হলে খাদ্য কর্মকর্তা স্যারের হাত কেটে নেওয়ার হুমকি দেন। এতে আমরা আতঙ্কে রয়েছি।’

কাজী হামিদুল হক বলেন, ‘হঠাৎ করে অফিসে এসে আব্দুস ছালাম গালাগাল ও হুমকি দেন। উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তির ডিও বন্ধ না করলে আমার হাত কেটে ফেলার হুমকি দেন তিনি। বিষয়টি উপজেলা নির্বাহী স্যারকে জানিয়েছি।’

অভিযোগের বিষয়ে গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তাঁর (খাদ্য কর্মকর্তার) কার্যালয়ে গিয়েছিলাম। তাঁকে বলেছি, গাবসারা ইউনিয়নে যিনি লটারিতে ডিলারশিপ পেয়েছেন, তিনি এখন ওই ইউনিয়নের বাসিন্দা নন। খাদ্য কর্মকর্তার সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছে। তবে তাঁর হাত কেটে ফেলার কোনো কথা বলিনি। তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন।’

ভূঞাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা পপি খাতুন বলেন, ‘বিএনপি নেতার বিরুদ্ধে খাদ্য কর্মকর্তাকে গালাগাল ও হুমকির কথা জেনেছি। অভিযোগ প্রমাণিত হলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত