ফরিদপুরের মধুখালীর চরশ্রীরামকান্দি গ্রামের তিনটি পরিবারের বসতঘর, গোয়ালঘরসহ নগদ টাকা আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার চরশ্রীরামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। ক্ষতিগ্রস্তরা হলেন আজিজ শেখের ছেলে আলম শেখ, আলিম শেখ ও মৃত মানিক সরদারের ছেলে মনিরুদ্দিন সরদার।
নওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, খুব অল্প সময়ের মধ্যেই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ওই তিন পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে যায়।
জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের আগেই পুড়ে শেষ হয়ে যায় ৮টি ঘরসহ ঘরের মধ্যে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও ফসল। পরে মধুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে কিন্তু তার আগেই আগুনে আটটি ঘর পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে আলম শেখের তিনটি ঘর, আলিমের দুটি ঘর ও মনিরুদ্দিনের তিনটি ঘর ও নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ ঘরে থাকা আসবাবপত্র, ফসলাদি, ব্যবহার্য কাপড়চোপড় পুড়ে যায়। এতে তাঁদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। রাতেই বর্তমান ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু ও সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমবেদনা জানান।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১০ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৬ মিনিট আগে