ফরিদপুরের নগরকান্দা সদর বাজারের পরিত্যক্ত একটি ডোবায় ভেসে থাকা অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার সকালে উপজেলা টেলিফোনে এক্সচেঞ্জ অফিসের সামনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নগরকান্দা সদর বাজারের প্রধান সড়কের পাশে টিঅ্যান্ডটি অফিস সংলগ্ন ডোবায় কচুরিপানার মধ্যে একটি লাশ ভাসতে দেখেন তাঁরা। পরে থানা-পুলিশকে সংবাদ দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নগরকান্দা থানার ওসি সফর আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সদর বাজারের একটি পরিত্যক্ত ডোবা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেলে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে