রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে বিএনপির দলীয় কার্যালয়। পুলিশ বলছে, বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান, বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপির নেতা-কর্মীরা আরও জানান, বিএনপির পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গ্রুপের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জমায়েত হন। বেলা সাড়ে ১১টার দিকে খৈয়ম গ্রুপের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের সময় লিয়াকত ও হারুন গ্রুপের কর্মীরা বাধা দেন। এ সময় সংঘর্ষ শুরু হয়। পরে খৈয়ম গ্রুপের নেতা-কর্মীরা পিছু হটেন।
এদিকে এ ঘটনার ১০ মিনিট পরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে খৈয়ম গ্রুপ সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে দলীয় কার্যালয়ে ঢুকতে চাইলে লিয়াকত-হারুন গ্রুপ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় দ্বিতীয় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রুপের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন।
সংঘর্ষের সময় দলীয় কার্যালয়ের সম্মেলনকক্ষসহ তিনটি কক্ষ, চেয়ার, টেবিল, আলমারি, মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহামুদ খৈয়ম বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পদযাত্রা কর্মসূচি ছিল। আমরা হাজার হাজার নেতা-কর্মীরা যখন জেলা বিএনপির কার্যালয়ে যাই, তখন সরকারদলীয় লোকদের পৃষ্ঠপোষকতায় দুষ্কৃতকারী সন্ত্রাসীরা আমাদের ওপরে হামলা চালায়। এ ঘটনায় বেশ কিছু নেতা-কর্মী আহত হন।’
অভ্যন্তরীণ সংঘর্ষের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, ‘একটি স্বার্থান্বেষী (দলীয়) মহল প্রথম থেকেই তিনিসহ হারুন-আসলামকে বাম চোখে দেখা শুরু করেন। আমরা তাঁদের বলি, আসেন এক সঙ্গে রাজনীতি করি, আলোচনা করি। কিন্তু তাঁরা তাঁদের সমঝোতার আহ্বানে সাড়া না দিয়ে চর দখল করার মতো পার্টি অফিস দখল করার চেষ্টা করেছে আজ।’
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন বলেন, পদযাত্রা কর্মসূচিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

রাজবাড়ীতে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে বিএনপির দলীয় কার্যালয়। পুলিশ বলছে, বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান, বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপির নেতা-কর্মীরা আরও জানান, বিএনপির পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গ্রুপের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জমায়েত হন। বেলা সাড়ে ১১টার দিকে খৈয়ম গ্রুপের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের সময় লিয়াকত ও হারুন গ্রুপের কর্মীরা বাধা দেন। এ সময় সংঘর্ষ শুরু হয়। পরে খৈয়ম গ্রুপের নেতা-কর্মীরা পিছু হটেন।
এদিকে এ ঘটনার ১০ মিনিট পরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে খৈয়ম গ্রুপ সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে দলীয় কার্যালয়ে ঢুকতে চাইলে লিয়াকত-হারুন গ্রুপ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় দ্বিতীয় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রুপের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন।
সংঘর্ষের সময় দলীয় কার্যালয়ের সম্মেলনকক্ষসহ তিনটি কক্ষ, চেয়ার, টেবিল, আলমারি, মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহামুদ খৈয়ম বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পদযাত্রা কর্মসূচি ছিল। আমরা হাজার হাজার নেতা-কর্মীরা যখন জেলা বিএনপির কার্যালয়ে যাই, তখন সরকারদলীয় লোকদের পৃষ্ঠপোষকতায় দুষ্কৃতকারী সন্ত্রাসীরা আমাদের ওপরে হামলা চালায়। এ ঘটনায় বেশ কিছু নেতা-কর্মী আহত হন।’
অভ্যন্তরীণ সংঘর্ষের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, ‘একটি স্বার্থান্বেষী (দলীয়) মহল প্রথম থেকেই তিনিসহ হারুন-আসলামকে বাম চোখে দেখা শুরু করেন। আমরা তাঁদের বলি, আসেন এক সঙ্গে রাজনীতি করি, আলোচনা করি। কিন্তু তাঁরা তাঁদের সমঝোতার আহ্বানে সাড়া না দিয়ে চর দখল করার মতো পার্টি অফিস দখল করার চেষ্টা করেছে আজ।’
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন বলেন, পদযাত্রা কর্মসূচিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৬ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২১ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩৬ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে