Ajker Patrika

বৃষ্টি উপেক্ষা করে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৭: ০২
বৃষ্টি উপেক্ষা করে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে মিছিল নিয়ে তাঁরা মূল ফটক দিয়ে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবনসংলগ্ন মহুয়া মঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। তাঁদের মিছিলে যোগ দেন কয়েকজন শিক্ষকও।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, ’ ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’সহ নানা স্লোগান দিতে দেখা গেছে আন্দোলনকারীদের।

এর আগে বেলা ১১টায় জাবির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে প্রশাসনকে হল খুলে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তাঁরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে হল খুলে দেওয়া না হলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাব।’

জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকাবেলা ১টা ৪৫ মিনিটের দিকে বৃষ্টির মধ্যেই মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে ডেইরি গেট (মূল ফটক) থেকে প্রান্তিক গেটের দিকে এগিয়ে যান। পরে ২টার দিকে প্রান্তিক গেট দিয়ে ক্যাম্পাসের ভেতর ঢোকেন শিক্ষার্থীরা। 

অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকায় সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

ইরানের এবারের বিক্ষোভ কেন অতীতের চেয়ে আলাদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত