নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হয়ে একটি দলের পক্ষে ভোট চেয়ে মোনাজাত ও বক্তৃতা করায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আজ শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান এই আইনি নোটিশ পাঠান।
নোটিশে নির্বাচন কমিশন কার্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ও সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকেও বিবাদী করা হয়েছে।
আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান বলেন, ‘দেশের বিভিন্ন অনলাইন পোর্টালে ‘রিটার্নিং কর্মকর্তার মোনাজাত ও বক্তৃতা’ শীর্ষক খবরটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে মোনাজাত পরবর্তী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট চেয়েছেন এবং অন্যদেরকে উক্ত রাজনৈতিক দলের জন্য দোয়া করতে অনুরোধ করেছেন।’
আইনজীবী বলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক নিরপেক্ষ ভূমিকায় থাকা উচিত ছিল। এমন ভূমিকায় জেলা পরিষদ নির্বাচনে অন্যান্য প্রার্থীদের সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা ও সন্দেহের সৃষ্টি করেছে। উক্ত বক্তব্য থেকে একটি রাজনৈতিক দলের পক্ষে প্রভাব বিস্তারের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে ভোটার ও প্রার্থীরা আস্থাহীনতায় ভুগছেন।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর ৭৯,৮০ এবং ৮১ নং বিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়া সত্ত্বেও বাকি বিবাদীরা সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন, যা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যের সুস্পষ্ট লঙ্ঘন বলা হয়। এ সময় নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে আইনজীবী আদালতে শরণাপন্ন হবেন বলে জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের সরকারদলীয় চেয়ারম্যান পদপ্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদানের পরপরই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী দলীয় প্রার্থীর জয় কামনা করে মোনাজাত ধরেন। জেলা প্রশাসকও তাতে অংশ নেন। মোনাজাত শেষে তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বক্তৃতা করেন।

জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হয়ে একটি দলের পক্ষে ভোট চেয়ে মোনাজাত ও বক্তৃতা করায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আজ শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান এই আইনি নোটিশ পাঠান।
নোটিশে নির্বাচন কমিশন কার্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ও সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকেও বিবাদী করা হয়েছে।
আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান বলেন, ‘দেশের বিভিন্ন অনলাইন পোর্টালে ‘রিটার্নিং কর্মকর্তার মোনাজাত ও বক্তৃতা’ শীর্ষক খবরটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে মোনাজাত পরবর্তী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট চেয়েছেন এবং অন্যদেরকে উক্ত রাজনৈতিক দলের জন্য দোয়া করতে অনুরোধ করেছেন।’
আইনজীবী বলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক নিরপেক্ষ ভূমিকায় থাকা উচিত ছিল। এমন ভূমিকায় জেলা পরিষদ নির্বাচনে অন্যান্য প্রার্থীদের সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা ও সন্দেহের সৃষ্টি করেছে। উক্ত বক্তব্য থেকে একটি রাজনৈতিক দলের পক্ষে প্রভাব বিস্তারের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে ভোটার ও প্রার্থীরা আস্থাহীনতায় ভুগছেন।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর ৭৯,৮০ এবং ৮১ নং বিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়া সত্ত্বেও বাকি বিবাদীরা সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন, যা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যের সুস্পষ্ট লঙ্ঘন বলা হয়। এ সময় নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে আইনজীবী আদালতে শরণাপন্ন হবেন বলে জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের সরকারদলীয় চেয়ারম্যান পদপ্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদানের পরপরই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী দলীয় প্রার্থীর জয় কামনা করে মোনাজাত ধরেন। জেলা প্রশাসকও তাতে অংশ নেন। মোনাজাত শেষে তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বক্তৃতা করেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে