
মাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুবেলসহ তাঁর ৮ সহযোগী একটি মাইক্রোবাসে করে আমতলীর উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় পৌঁছালে, একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি রাস্তার পাশে থাকা একটি তেঁতুল গাছে ধাক্কা খায়।

আহতদের মধ্যে রয়েছেন— চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০), মো. কবির হোসেন (২৪), ওমর ফারুক (৪০), ও সাইফুল ইসলাম (৩৬)। বাকিদের নাম এখনো জানা যায়নি।
আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, মাইক্রোবাসের চালক ওমর ফারুকসহ দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিত্রনায়ক রুবেল মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

রুবেলের সহযোগী সাইফুল ইসলাম জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ছিল। সাইড দেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

মাদারীপুর হাইওয়ে পুলিশের এসআই মো. আরব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে অনেকেই সুস্থ আছেন। তবে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৫ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৭ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২৩ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৯ মিনিট আগে