ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত বাসে উঠতে গিয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যান। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
নিহত ব্যবসায়ী হলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার টিএ রোডের কাজীপাড়া মহল্লার মৃত চাঁন মিয়ার ছেলে মিজানুর রহমান (৫৫)। তিনি কন্টিনেন্টাল কুরিয়ারের ব্যবসায়ী ছিলেন। মিজানুর ব্যবসায়িক কাজে ভৈরবে এসেছিলেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় মিজানুর গুরুতর আহত হন। পরে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর বাসটিকে ধাওয়া করে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাশের আশুগঞ্জ এলাকা থেকে আটক করেন স্থানীয় লোকজন।
এ বিষয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব টোল প্লাজার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, ‘টোল প্লাজার ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা গেছে মিজানুরসহ তিন যাত্রী সোহাগ পরিবহনের বাসটিকে থামার জন্য ইশারা দেন। পরে চলন্ত বাসে উঠতে গেলে বাসের দরজা বন্ধ থাকায় তিনি ধাক্কা খেয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।’
হাসপাতালে আনার আগেই মিজানুরের মৃত্যু হয়েছে বলে জানান ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিনিতা দাস। তিনি বলেন, নিহতের মাথায় আঘাত ও কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এর ফলে তাঁর মৃত্যু হয়।

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত বাসে উঠতে গিয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যান। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
নিহত ব্যবসায়ী হলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার টিএ রোডের কাজীপাড়া মহল্লার মৃত চাঁন মিয়ার ছেলে মিজানুর রহমান (৫৫)। তিনি কন্টিনেন্টাল কুরিয়ারের ব্যবসায়ী ছিলেন। মিজানুর ব্যবসায়িক কাজে ভৈরবে এসেছিলেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় মিজানুর গুরুতর আহত হন। পরে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর বাসটিকে ধাওয়া করে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাশের আশুগঞ্জ এলাকা থেকে আটক করেন স্থানীয় লোকজন।
এ বিষয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব টোল প্লাজার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, ‘টোল প্লাজার ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা গেছে মিজানুরসহ তিন যাত্রী সোহাগ পরিবহনের বাসটিকে থামার জন্য ইশারা দেন। পরে চলন্ত বাসে উঠতে গেলে বাসের দরজা বন্ধ থাকায় তিনি ধাক্কা খেয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।’
হাসপাতালে আনার আগেই মিজানুরের মৃত্যু হয়েছে বলে জানান ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিনিতা দাস। তিনি বলেন, নিহতের মাথায় আঘাত ও কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এর ফলে তাঁর মৃত্যু হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৩ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৩ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৪ ঘণ্টা আগে