মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় আবুল কাশেম হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আলমগীর এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. আলী হায়দার।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা গজারিয়া উপজেলার চর বাউসিয়া গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে আসামি আলম, রাজ্জাক, দেলোয়ার, হবি, মোশারফ, রিপন ও শফিক রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত ও মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ৭ জুন রাতে চর বাউসিয়া গ্রামের শান্তি বেগমসহ কয়েকজন লোক বাদীর বাড়িতে গিয়ে জানান, জজ মিয়ার বাড়ির উত্তর পাশের ধানখেতে কাশেমের লাশ পড়ে আছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ধারালো অস্ত্রের আঘাতে কাশেমের মাথায় একাধিক জখম, নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে।
এ ঘটনায় পরদিন নিহতের ছেলে রিপন গজারিয়া থানায় মামলা করেন। পুলিশ প্রথমে চার আসামিকে গ্রেপ্তার করে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ হোসেন বলেন, ‘এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর আদালত রায় দিয়েছেন। এতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আশা করি, এতে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।’

মুন্সিগঞ্জের গজারিয়ায় আবুল কাশেম হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আলমগীর এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. আলী হায়দার।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা গজারিয়া উপজেলার চর বাউসিয়া গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে আসামি আলম, রাজ্জাক, দেলোয়ার, হবি, মোশারফ, রিপন ও শফিক রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত ও মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ৭ জুন রাতে চর বাউসিয়া গ্রামের শান্তি বেগমসহ কয়েকজন লোক বাদীর বাড়িতে গিয়ে জানান, জজ মিয়ার বাড়ির উত্তর পাশের ধানখেতে কাশেমের লাশ পড়ে আছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ধারালো অস্ত্রের আঘাতে কাশেমের মাথায় একাধিক জখম, নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে।
এ ঘটনায় পরদিন নিহতের ছেলে রিপন গজারিয়া থানায় মামলা করেন। পুলিশ প্রথমে চার আসামিকে গ্রেপ্তার করে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ হোসেন বলেন, ‘এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর আদালত রায় দিয়েছেন। এতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আশা করি, এতে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।’

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৭ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২৩ মিনিট আগে