সাভার (ঢাকা) প্রতিনিধি

মালিক-শ্রমিকের ঐক্যের কথা মধুর শোনালেও এটা কার্যকর নয়। কারণ মালিক শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন।
মহান মে দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান মেনন বলেন, ‘আজ যদি বাংলাদেশের শ্রমিককে বাঁচাতে হয় তাহলে তাদের ২৩ থেকে ২৪ হাজার টাকা মজুরি হতে হবে। একজন গার্মেন্টস শ্রমিক তার বেতন দিয়ে ১৫ দিনের বেশি সংসার চালাতে পারেন না। বাড়ি ভাড়া, মুদি দোকানের বাকি, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, চিকিৎসার ওষুধ এসবের খরচ মেটাতে শ্রমিক হিমশিম খায়। নতুন করে মজুরি বোর্ড গঠন করতে হবে।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, ‘আজকে বিভিন্ন পত্রিকায় মে দিবস উপলক্ষে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২১ সালে দুজন শ্রমিক মিলে একটি পরিবারে আয় হয় ২০ থেকে ২১ হাজার টাকা। কিন্তু তাদের সংসারের খরচ মেটাতে ব্যয় হয় ২৪ হাজার টাকা। বাকি তিন হাজার টাকার জন্য তাদের ঋণের ফাঁদে পড়তে হচ্ছে। চক্রবৃদ্ধি হারে তাকে সেই ঋণ নিতে হয়।’
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে মে দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

মালিক-শ্রমিকের ঐক্যের কথা মধুর শোনালেও এটা কার্যকর নয়। কারণ মালিক শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন।
মহান মে দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান মেনন বলেন, ‘আজ যদি বাংলাদেশের শ্রমিককে বাঁচাতে হয় তাহলে তাদের ২৩ থেকে ২৪ হাজার টাকা মজুরি হতে হবে। একজন গার্মেন্টস শ্রমিক তার বেতন দিয়ে ১৫ দিনের বেশি সংসার চালাতে পারেন না। বাড়ি ভাড়া, মুদি দোকানের বাকি, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, চিকিৎসার ওষুধ এসবের খরচ মেটাতে শ্রমিক হিমশিম খায়। নতুন করে মজুরি বোর্ড গঠন করতে হবে।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, ‘আজকে বিভিন্ন পত্রিকায় মে দিবস উপলক্ষে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২১ সালে দুজন শ্রমিক মিলে একটি পরিবারে আয় হয় ২০ থেকে ২১ হাজার টাকা। কিন্তু তাদের সংসারের খরচ মেটাতে ব্যয় হয় ২৪ হাজার টাকা। বাকি তিন হাজার টাকার জন্য তাদের ঋণের ফাঁদে পড়তে হচ্ছে। চক্রবৃদ্ধি হারে তাকে সেই ঋণ নিতে হয়।’
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে মে দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
৮ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২২ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
৩২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৩৮ মিনিট আগে