নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকায় ৬১ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাতে বিভিন্ন সড়কে জলজট সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল ১০টার পর শুরু হওয়া বৃষ্টিতে এ জলজট তৈরি হয়। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। শুরু হয় যানজট।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে জানান, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় ঢাকায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জানা গেছে, রাজধানীর মিরপুর, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, ফার্মগেট, হাতিরঝিল, রামপুরা, বনশ্রী, মিরপুর, গুলিস্তান, নিউমার্কেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।
দুপুরে হাতিরঝিলসংলগ্ন মধুবাগ এলাকার সড়কে এক হাঁটুর বেশি পানি জমে থাকতে দেখা গেছে। ইঞ্জিনে পানি ঢুকে একটি সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
অটোরিকশাচালক আবুল কালাম বলেন, কয়েকবার চেষ্টার পরও অটোরিকশা চালু হয়নি। তাই পাশের ওয়ার্কশপে মেকানিকের জন্য খবর পাঠিয়েছেন তিনি।
এদিকে, মিরপুরের ১৪ নম্বর থেকে ১০ নম্বর যাওয়ার সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গেছে। বিআরটিএ কার্যালয়ের সামনের সড়কের ফুটপাত ডুবে গেছে পানিতে। ওই সড়কে যানবাহন চলাচল কমে গেছে।
মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের সড়কেও পানি জমেছে। কোনো কোনো সড়ক কোমর সমান পানিতে তলিয়ে গেছে। রোকেয়া সরণির কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায়ও সড়কে পানি জমেছে। বৃষ্টিতে বনানীর আর্মি স্টেডিয়াম ও নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়ক এবং ধানমন্ডির একাধিক সড়কে পানি জমেছে। সড়কে থাকা নিষ্কাশন নালার মুখ বন্ধ হয়ে অনেক জায়গায় পানি যেতে দেরি হচ্ছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে।

রাজধানী ঢাকায় ৬১ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাতে বিভিন্ন সড়কে জলজট সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল ১০টার পর শুরু হওয়া বৃষ্টিতে এ জলজট তৈরি হয়। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। শুরু হয় যানজট।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে জানান, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় ঢাকায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জানা গেছে, রাজধানীর মিরপুর, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, ফার্মগেট, হাতিরঝিল, রামপুরা, বনশ্রী, মিরপুর, গুলিস্তান, নিউমার্কেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।
দুপুরে হাতিরঝিলসংলগ্ন মধুবাগ এলাকার সড়কে এক হাঁটুর বেশি পানি জমে থাকতে দেখা গেছে। ইঞ্জিনে পানি ঢুকে একটি সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
অটোরিকশাচালক আবুল কালাম বলেন, কয়েকবার চেষ্টার পরও অটোরিকশা চালু হয়নি। তাই পাশের ওয়ার্কশপে মেকানিকের জন্য খবর পাঠিয়েছেন তিনি।
এদিকে, মিরপুরের ১৪ নম্বর থেকে ১০ নম্বর যাওয়ার সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গেছে। বিআরটিএ কার্যালয়ের সামনের সড়কের ফুটপাত ডুবে গেছে পানিতে। ওই সড়কে যানবাহন চলাচল কমে গেছে।
মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের সড়কেও পানি জমেছে। কোনো কোনো সড়ক কোমর সমান পানিতে তলিয়ে গেছে। রোকেয়া সরণির কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায়ও সড়কে পানি জমেছে। বৃষ্টিতে বনানীর আর্মি স্টেডিয়াম ও নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়ক এবং ধানমন্ডির একাধিক সড়কে পানি জমেছে। সড়কে থাকা নিষ্কাশন নালার মুখ বন্ধ হয়ে অনেক জায়গায় পানি যেতে দেরি হচ্ছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৭ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
২৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে