গোপালগঞ্জ প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা গাছের ডাল, বাঁশ ও বেঞ্চ দিয়ে রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধে মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে দূরপাল্লার শত শত যানবাহন। চরম ভোগান্তিতে পড়ে মানুষ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।
এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কে গিয়ে অবস্থান নেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখবে বলে জানান শিক্ষার্থীরা।
আন্দোলনরত বশেমুরবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শরিফ বলেন, ‘আমরা কোটার বিরুদ্ধে নই। আমরা চাই কোটা থাকুক। সংবিধানে যেটা আছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সব মিলিয়ে অনধিক পাঁচ শতাংশ কোটা রেখে কোটা পদ্ধতি সংস্কার করা হোক। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
বশেমুরবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী সুবর্ণা জ্যোতি বলেন, ‘আমরা চাই মেধাবীরা যাতে মেধার ভিত্তিতেই চাকরি পাক এবং যেকোনো সুযোগ–সুবিধাও মেধার ভিত্তিতেই পাক। আমরা মেধাবীরা যেন পিছিয়ে না পড়ি। মেধাবীরা যেন তাদের মেধার ভিত্তিতে চাকরি পায়। কোনো ধরনের বৈষম্য যাতে এই বাংলায় না হয়।’
আটকা পড়া বাসের যাত্রী মো. শাজাহান বলেন, ‘মাদারীপুর থেকে খুলনায় যাওয়ার পথে গোপালগঞ্জে রাস্তা অবরোধের কারণে অনেক যাত্রীবাহী বাস আটকে আছে। মহাসড়কে ছাত্ররা আন্দোলন করছে। আমরা অনেক সময় ধরে আটকে রয়েছি। এতে আমাদের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। আমাদের সময় নষ্ট হচ্ছে। আমরা অনেক ভোগান্তিতে পড়ছি।’

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা গাছের ডাল, বাঁশ ও বেঞ্চ দিয়ে রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধে মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে দূরপাল্লার শত শত যানবাহন। চরম ভোগান্তিতে পড়ে মানুষ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।
এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কে গিয়ে অবস্থান নেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখবে বলে জানান শিক্ষার্থীরা।
আন্দোলনরত বশেমুরবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শরিফ বলেন, ‘আমরা কোটার বিরুদ্ধে নই। আমরা চাই কোটা থাকুক। সংবিধানে যেটা আছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সব মিলিয়ে অনধিক পাঁচ শতাংশ কোটা রেখে কোটা পদ্ধতি সংস্কার করা হোক। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
বশেমুরবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী সুবর্ণা জ্যোতি বলেন, ‘আমরা চাই মেধাবীরা যাতে মেধার ভিত্তিতেই চাকরি পাক এবং যেকোনো সুযোগ–সুবিধাও মেধার ভিত্তিতেই পাক। আমরা মেধাবীরা যেন পিছিয়ে না পড়ি। মেধাবীরা যেন তাদের মেধার ভিত্তিতে চাকরি পায়। কোনো ধরনের বৈষম্য যাতে এই বাংলায় না হয়।’
আটকা পড়া বাসের যাত্রী মো. শাজাহান বলেন, ‘মাদারীপুর থেকে খুলনায় যাওয়ার পথে গোপালগঞ্জে রাস্তা অবরোধের কারণে অনেক যাত্রীবাহী বাস আটকে আছে। মহাসড়কে ছাত্ররা আন্দোলন করছে। আমরা অনেক সময় ধরে আটকে রয়েছি। এতে আমাদের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। আমাদের সময় নষ্ট হচ্ছে। আমরা অনেক ভোগান্তিতে পড়ছি।’

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
৩০ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে