নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জীবিকার জন্য বরগুনার আমতলী থেকে ঢাকায় আসেন মজিবর আকন ওরফে টেক্কা। এরপর গাবতলীর আমিনবাজারসহ মিরপুরে দিনমজুর ও বালুশ্রমিক হিসেবে কাজ শুরু করেন। কিন্তু এই পেশার আড়ালে টেক্কা গড়ে তোলেন ভয়ংকর এক ডাকাত দল। যারা দিনের আলোতে দিনমজুর আর রাতের আঁধারে ভয়ংকর ডাকাত।
ছয় বছর আগে ডাকাতির টাকা ভাগাভাগির সময় বিরোধ থেকে এক সদস্যকে হত্যা করে ফেলে দেন তুরাগ নদে। সেই হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গ্রেপ্তার করে টেক্কাকে। তাঁকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এসব তথ্য।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।
তিনি বলেন, ‘টেক্কার দলটি তুরাগ ও বুড়িগঙ্গা নদীতে বালুর জাহাজ ও ট্রলার থেকে চাঁদাবাজি ও ডাকাতি করত। চাহিদা মতো টাকা না পেলেই শ্রমিকদের অপহরণ করত। ২০১৮ সালে ডাকাতির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে ডাকাত দলের এক সদস্যকে হত্যা করে টেক্কা ও তার সহযোগীরা। হত্যার পরে লাশ তুরাগ নদে ফেলে দেয় তারা।’
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে গত ৯ মে ঢাকার মিরপুর ও গাজীপুর থেকে পিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন টেক্কা ও তাঁর সহযোগী শামিম হোসেন।
কুদরত-ই-খুদা বলেন, সাভার ও আশুলিয়া এলাকায় তুরাগ নদে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন মজিবর ওরফে টেক্কা (৪৯)। তাঁর সঙ্গে ছিল রুহুল আমিন ওরফে লেদু (৪৩), শামিম হোসেন (৩৩) ও আজাহার ওরফে আজাদ (৩৩)।
২০১৮ সালের ১৪ ডিসেম্বর আশুলিয়ায় ডাকাতি করতে যাওয়ার পথে টাকার ভাগাভাগির দ্বন্দ্বে খুন হন আজাদ। পেছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আজাদকে হত্যা করেন লেদুসহ অন্যরা। মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মরদেহ ফেলে দেওয়া হয় তুরাগ নদে। গ্রেপ্তার আসামিরা আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
পিবিআই বলছে, আজাদের পরিবার জানত, তিনি গাবতলীতে চাকরি করেন। তবে চাকরির আড়ালে টেক্কার দলে ডাকাতি করতেন আজাদ। এই দলের ক্যাশিয়ার ছিলেন আজাদ। টেক্কার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ৯টি মামলার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তাঁর সেকেন্ড ইন কমান্ড রুহুল আমিন ওরফে লেদুর বিরুদ্ধে তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।

জীবিকার জন্য বরগুনার আমতলী থেকে ঢাকায় আসেন মজিবর আকন ওরফে টেক্কা। এরপর গাবতলীর আমিনবাজারসহ মিরপুরে দিনমজুর ও বালুশ্রমিক হিসেবে কাজ শুরু করেন। কিন্তু এই পেশার আড়ালে টেক্কা গড়ে তোলেন ভয়ংকর এক ডাকাত দল। যারা দিনের আলোতে দিনমজুর আর রাতের আঁধারে ভয়ংকর ডাকাত।
ছয় বছর আগে ডাকাতির টাকা ভাগাভাগির সময় বিরোধ থেকে এক সদস্যকে হত্যা করে ফেলে দেন তুরাগ নদে। সেই হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গ্রেপ্তার করে টেক্কাকে। তাঁকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এসব তথ্য।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।
তিনি বলেন, ‘টেক্কার দলটি তুরাগ ও বুড়িগঙ্গা নদীতে বালুর জাহাজ ও ট্রলার থেকে চাঁদাবাজি ও ডাকাতি করত। চাহিদা মতো টাকা না পেলেই শ্রমিকদের অপহরণ করত। ২০১৮ সালে ডাকাতির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে ডাকাত দলের এক সদস্যকে হত্যা করে টেক্কা ও তার সহযোগীরা। হত্যার পরে লাশ তুরাগ নদে ফেলে দেয় তারা।’
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে গত ৯ মে ঢাকার মিরপুর ও গাজীপুর থেকে পিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন টেক্কা ও তাঁর সহযোগী শামিম হোসেন।
কুদরত-ই-খুদা বলেন, সাভার ও আশুলিয়া এলাকায় তুরাগ নদে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন মজিবর ওরফে টেক্কা (৪৯)। তাঁর সঙ্গে ছিল রুহুল আমিন ওরফে লেদু (৪৩), শামিম হোসেন (৩৩) ও আজাহার ওরফে আজাদ (৩৩)।
২০১৮ সালের ১৪ ডিসেম্বর আশুলিয়ায় ডাকাতি করতে যাওয়ার পথে টাকার ভাগাভাগির দ্বন্দ্বে খুন হন আজাদ। পেছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আজাদকে হত্যা করেন লেদুসহ অন্যরা। মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মরদেহ ফেলে দেওয়া হয় তুরাগ নদে। গ্রেপ্তার আসামিরা আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
পিবিআই বলছে, আজাদের পরিবার জানত, তিনি গাবতলীতে চাকরি করেন। তবে চাকরির আড়ালে টেক্কার দলে ডাকাতি করতেন আজাদ। এই দলের ক্যাশিয়ার ছিলেন আজাদ। টেক্কার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ৯টি মামলার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তাঁর সেকেন্ড ইন কমান্ড রুহুল আমিন ওরফে লেদুর বিরুদ্ধে তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।

দীপু-মালেক জুটির পতনের মূল কারণ আস্থার সংকট ও আর্থিক অসংগতি। দীর্ঘদিন নিজেদের হাতে ব্যবসা পরিচালনার পর দায়িত্ব দিয়েছেন কর্মকর্তাদের হাতে। কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে লেনদেন পরিচালনার সময় অনিয়ম ও অননুমোদিত লেনদেনের অভিযোগ ওঠে, যা পারস্পরিক সন্দেহের জন্ম দেয়।
৪ মিনিট আগে
গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সরকারি টিঅ্যান্ডটি অফিসের সামনে সুনীল সাহার পাটের গুদামে আগুন লাগে।
৩৮ মিনিট আগে
বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে এক যুবলীগ নেতার স্ত্রীসহ দুই চাকরিপ্রার্থীকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।
২ ঘণ্টা আগে