প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার শেখ আতাউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সেরেস্তাদার শেখ আতাউর রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।’
মামলার এজাহারে বলা হয়, জামালপুরের বাসিন্দা মো. রাহয়ান নামের এক চাকরিপ্রার্থী একই এলাকার দুই পরিচিতের মাধ্যমে জানতে পারেন ঢাকায় কর্মরত ঢাকা জেলা জজ আদালতের সেরেস্তাদার আতাউর রহমান প্রধানমন্ত্রী কার্যালয়ে জুনিয়র ফিল্ড অফিসার পদে চাকরি পাইয়ে দেন।
এ জন্য আতাউরকে ১০ লাখ টাকা দিতে হয়। চাকরি প্রার্থী মো. রায়হান এমন প্রলোভনে রাজীও হয়ে যান। চাকরির জন্য প্রথমে তিন লাখ পরবর্তীতে সাড়ে ৫ লাখ এবং শেষ ধাপে দেড় লাখ টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে তুলে দেন আতাউরের হাতে। পরে আদালতের এই সেরেস্তাদার রায়হানকে একটি ভুয়া পরীক্ষার প্রবেশপত্র দেন। সেই সঙ্গে তার এসএসসির মূল সার্টিফিকেটও নিজের কাছে রেখে দেন আতাউর। কিন্তু এক বছরেরও বেশি সময় কেটে গেলেও পরীক্ষা দিতে পারেননি চাকরিপ্রার্থী রায়হান।
এক পর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা বললে আতাউর তাকে ভয়ভীতি দেখাতে থাকেন। পরে রায়হান বিষয়টি জেলা জজ আদালতকে জানালে আতাউরের বিরুদ্ধে দুদককে অনুসন্ধান করতে বলা হয়। সংস্থাটির অনুসন্ধানে এই জালজালিয়াতির বিষয়টি প্রমাণ পাওয়া যায়।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৭ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
২১ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
২৩ মিনিট আগে