
মানিকগঞ্জের ঘিওরে পুকুরের মাছ চুরি ও মারধরের মামলার আসামিরা জামিনে এসে বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জীবনের নিরাপত্তা চেয়ে গত বুধবার রাতে ঘিওর থানায় সাধারণ ডায়েরি করেছেন বাদী।
বিষয়টি আজ শুক্রবার সকালে ঘিওর থানার ওসি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার জোকা গ্রামে ৮ জুলাই পুকুরের মাছ চুরির করার সময় দেখে ফেলেন মালিক মো. আবদুল লতিফ। বাধা দিলে লতিফসহ তিনজন হামলার শিকার হন। ওই দিনই প্রতিবেশী নুরুল ইসলাম শাহাদত, হারুন অর রশিদ, আশিকুর রহমান ও মো. আতিকের নামে থানায় মামলা করেন ভুক্তভোগী লতিফ।
১২ জুলাই আসামিরা আদালত থেকে জামিন নেন। এদিকে জামিনে এসেই বাদীকে মামলা তুলে নিতে চাপ দেন। রাজি না হলে লতিফ ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেন লতিফ।
এদিকে অভিযুক্ত নুরুল ইসলাম শাহাদত মোবাইল ফোনে বলেন, হত্যার হুমকি দেওয়া হয়নি। মীমাংসার জন্য স্থানীয়দের মাধ্যমে বাদীকে বলা হয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বাদীর পরিবারকে হুমকি দেওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২০ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে