মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা পরিচয়ে অপকর্ম করে বেড়ানো রুবেল মিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রোববার দুপুরে সদর উপজেলার দীঘি ইউনিয়নের চান্দরা ও হাতকড়া এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এখন তিনি বিএনপি পরিচয়ে দাপট দেখাচ্ছেন বলেও অভিযোগ করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন রুবেল মিয়া ক্ষমতার জোর দেখিয়ে আমাদের ৫২ শতাংশ জমি দখল করে রাস্তা নির্মাণের জন্য মাটি ফেলে। তখন বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়। আমরা এর প্রতিকার পাইনি। বাধ্য হয়ে থানায় অভিযোগ দিই। এখন বিএনপির কিছু নেতা-কর্মীকে নিয়ে রুবেল আবার জমি দখলের পাঁয়তারা করছে।’
শামসুর রহমান নামের আরেকজন বলেন, আওয়ামী লীগের শাসনামলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেনের জোরে ছাত্রলীগ নেতা রুবেল ক্ষমতার দাপটে নিরীহ মানুষের জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তা ছাড়া চাকরি দেওয়ার নামে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। রুবেল এখন বিএনপির লোকজনের সঙ্গে হাত মিলিয়ে নানা ধরনের অপকর্ম করছে। আমরা তার অপকর্ম থেকে বাঁচতে চাই।
এ বিষয়ে অভিযুক্ত রুবেল মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা। আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমার বাড়িতে যাতায়াতের জন্য খাস জমিতে রাস্তা নির্মাণের জন্য একটি ভেকু নামিয়েছিলাম। কিন্তু মানুষের চাপের মুখে ভেকু উঠিয়ে নিয়েছি।’ মানববন্ধনে আমজাদ হোসেন, শামসুর রহমান, হৃদয় মিয়া, আলী হোসেন, মলি বেগমসহ চান্দরা ও হাতকড়া এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা পরিচয়ে অপকর্ম করে বেড়ানো রুবেল মিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রোববার দুপুরে সদর উপজেলার দীঘি ইউনিয়নের চান্দরা ও হাতকড়া এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এখন তিনি বিএনপি পরিচয়ে দাপট দেখাচ্ছেন বলেও অভিযোগ করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন রুবেল মিয়া ক্ষমতার জোর দেখিয়ে আমাদের ৫২ শতাংশ জমি দখল করে রাস্তা নির্মাণের জন্য মাটি ফেলে। তখন বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়। আমরা এর প্রতিকার পাইনি। বাধ্য হয়ে থানায় অভিযোগ দিই। এখন বিএনপির কিছু নেতা-কর্মীকে নিয়ে রুবেল আবার জমি দখলের পাঁয়তারা করছে।’
শামসুর রহমান নামের আরেকজন বলেন, আওয়ামী লীগের শাসনামলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেনের জোরে ছাত্রলীগ নেতা রুবেল ক্ষমতার দাপটে নিরীহ মানুষের জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তা ছাড়া চাকরি দেওয়ার নামে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। রুবেল এখন বিএনপির লোকজনের সঙ্গে হাত মিলিয়ে নানা ধরনের অপকর্ম করছে। আমরা তার অপকর্ম থেকে বাঁচতে চাই।
এ বিষয়ে অভিযুক্ত রুবেল মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা। আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমার বাড়িতে যাতায়াতের জন্য খাস জমিতে রাস্তা নির্মাণের জন্য একটি ভেকু নামিয়েছিলাম। কিন্তু মানুষের চাপের মুখে ভেকু উঠিয়ে নিয়েছি।’ মানববন্ধনে আমজাদ হোসেন, শামসুর রহমান, হৃদয় মিয়া, আলী হোসেন, মলি বেগমসহ চান্দরা ও হাতকড়া এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে শরীফুল আলম ও জুবায়ের তাদের প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে শরীফুল ও জুবায়েরের দেওয়া তথ্য অনুযায়ী দুজনের সিটের মাঝখানে থাকা গাড়ির টুলবক্স থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। কফি রঙের ছোট ব্যাগে থাকা ১৩টি স্বর্ণবারের ওজন ১ কেজি...
৪ মিনিট আগেপ্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয়, বিএনপি আপনার পাশে থাকবে।’ শনিবার (১৯ জুলাই) বিকেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং...
১১ মিনিট আগেমুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের বা আমার কোনো আপস নেই। জামায়াত যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসংগ্রামকে অস্বীকার করে, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কারণ, আমি মুক্তিযোদ্ধা, আমি একাত্তরে মুক্তিযুদ্ধে কমান্ডার ছিলাম। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানও একজন বীর মুক্তিযোদ্ধা।’
২১ মিনিট আগেরাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে পল্লবীর সিরামিক রোডে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে...
৩৮ মিনিট আগে