নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। আজ রোববার অধিকাংশ পোশাক কারখানা চালু রয়েছে। ১৮টি কারখানা এখনো খোলেনি। দুটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
সরেজমিনে জানা গেছে, আজ রোববার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আগের মতোই অব্যাহত আছে। অনেক কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।
পুলিশ ও কারখানার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে শিল্পাঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে। ক্রমাগত শ্রমিক অসন্তোষের মুখে ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়। এ ছাড়া একই কারণে প্রতিদিনই বেশ কিছু কারখানা ছুটি দেওয়া হচ্ছিল।
এদিকে চলমান শ্রম অসন্তোষ নিরসনের জন্য শ্রমসংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির সদস্যরা আজ বেলা ১১টার দিকে আশুলিয়ার অনন্ত গ্রুপের কারখানা পরিদর্শন করেন। তাঁরা ওই কারখানার কর্মকর্তাদের সঙ্গে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও শ্রমসংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির আহ্বায়ক মো. সবুর হোসেন বলেন, ‘গত বুধবার ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। পরদিন কমিটির কার্যপরিধি ও কার্য পরিচালনার বিষয় নিয়ে সভা করা হয়। ওই সভায় সিদ্ধান্ত অনুযায়ী শিল্পাঞ্চলের উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে আজ আশুলিয়ায় এসেছি।’
সবুর হোসেন আরও বলেন, ‘কারখানার মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্টদের দাবি, আপত্তি, অভিযোগ আমরা জানতে চাই। এগুলো জানানোর জন্য আমাদের হটলাইন ও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এ ছাড়া ই-মেইল, ডাকযোগেও জানানো যাবে।’
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘এখানে ১ হাজার ৮৬৩টি কারখানা আছে। এর মধ্যে অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে ১৮টি আজও বন্ধ রয়েছে। এ ছাড়া আজ দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’
মোহাম্মদ সারোয়ার আলম আরও বলেন, ‘সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি আজ শান্ত রয়েছে। গুটি কয়েক কারখানায় যে সমস্যা আছে, তা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্রমিকদের কাজে ফেরাতে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।’

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। আজ রোববার অধিকাংশ পোশাক কারখানা চালু রয়েছে। ১৮টি কারখানা এখনো খোলেনি। দুটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
সরেজমিনে জানা গেছে, আজ রোববার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আগের মতোই অব্যাহত আছে। অনেক কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।
পুলিশ ও কারখানার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে শিল্পাঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে। ক্রমাগত শ্রমিক অসন্তোষের মুখে ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়। এ ছাড়া একই কারণে প্রতিদিনই বেশ কিছু কারখানা ছুটি দেওয়া হচ্ছিল।
এদিকে চলমান শ্রম অসন্তোষ নিরসনের জন্য শ্রমসংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির সদস্যরা আজ বেলা ১১টার দিকে আশুলিয়ার অনন্ত গ্রুপের কারখানা পরিদর্শন করেন। তাঁরা ওই কারখানার কর্মকর্তাদের সঙ্গে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও শ্রমসংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির আহ্বায়ক মো. সবুর হোসেন বলেন, ‘গত বুধবার ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। পরদিন কমিটির কার্যপরিধি ও কার্য পরিচালনার বিষয় নিয়ে সভা করা হয়। ওই সভায় সিদ্ধান্ত অনুযায়ী শিল্পাঞ্চলের উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে আজ আশুলিয়ায় এসেছি।’
সবুর হোসেন আরও বলেন, ‘কারখানার মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্টদের দাবি, আপত্তি, অভিযোগ আমরা জানতে চাই। এগুলো জানানোর জন্য আমাদের হটলাইন ও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এ ছাড়া ই-মেইল, ডাকযোগেও জানানো যাবে।’
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘এখানে ১ হাজার ৮৬৩টি কারখানা আছে। এর মধ্যে অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে ১৮টি আজও বন্ধ রয়েছে। এ ছাড়া আজ দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’
মোহাম্মদ সারোয়ার আলম আরও বলেন, ‘সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি আজ শান্ত রয়েছে। গুটি কয়েক কারখানায় যে সমস্যা আছে, তা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্রমিকদের কাজে ফেরাতে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে