
মুন্সিগঞ্জের মীরকাদিমে উদ্বোধন হয়েছে তৃষা আর্ট গ্যালারি। মফস্বলে এমন আর্ট গ্যালারির উদ্বোধন ব্যাপক সাড়া জাগিয়েছে। গত শনিবার (৯ মার্চ) মীরকাদিমের রামগোপালপুরে চিত্রশিল্পী আবুল খায়েরের শিল্পচর্চার ৪২ বছর পূর্তি, পঞ্চম একক চিত্রপ্রদর্শনী এবং তৃষা আর্ট গ্যালারির শুভ উদ্বোধন হয়।
উদ্বোধন করেন বিশিষ্ট লেখক, সাংবাদিক এবং জাতীয় তথ্য কমিশনের কমিশনার মাসুদা ভাট্টি, বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী মফিদুল হক, হাঙ্গেরিয়ান দূতাবাসের ঢাকা অফিসের কনসাল মি. স্যান্ডর ওলটেন, ব্ল্যাক মিরর ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান তালুকদার লেনিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিজ্ঞান লেখক সফিক ইসলাম।
মাসুদা ভাট্টি বলেন, বিক্রমপুরের শিল্পসংস্কৃতির গৌরবজনক ইতিহাস রয়েছে। ঢাকার বাইরে এমন একটি গ্যালারির উদ্বোধন সত্যিই একটি বিস্ময়কর বিষয়। তিনি রাজধানীর বাইরে এমন আর্ট গ্যালারির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি মনে করেন উন্নত বিশ্বের অনেক শহরের মতো তৃষা আর্ট গ্যালারির মাধ্যমে এই অঞ্চলটিও ভবিষ্যতে একটি অনন্য পর্যটন অঞ্চলে রূপ নিতে পারে।
আবুল খায়েরের শিল্পের নান্দনিকতায় তিনি বিস্মিত এবং অভিভূত বলে জানিয়েছেন বিশিষ্ট লেখক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। তিনি আবুল খায়েরের শিল্পসত্তার সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মোখলেসুর রহমান তালুকদার লেনিন বলেন, আবুল খায়ের একজন জাত শিল্পী। কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তিনি চিত্রকলায় যে সাফল্য অর্জন করেছেন তা দেখে যে কেউ বিস্মিত হবেন বলে মনে করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিল্প-সংস্কৃতি চর্চার বিকাশে স্থানীয় ধনিক শ্রেণির এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাটাহেড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজান ফরীদ, লেখক কাজী মহম্মদ আশরাফ, কবি করিম রেজা, চিত্রশিল্পী শেখ মহম্মদ জনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তৃষা আর্ট গ্যালারির প্রদর্শনী আগামী দুই সপ্তাহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মুন্সিগঞ্জের মীরকাদিমে উদ্বোধন হয়েছে তৃষা আর্ট গ্যালারি। মফস্বলে এমন আর্ট গ্যালারির উদ্বোধন ব্যাপক সাড়া জাগিয়েছে। গত শনিবার (৯ মার্চ) মীরকাদিমের রামগোপালপুরে চিত্রশিল্পী আবুল খায়েরের শিল্পচর্চার ৪২ বছর পূর্তি, পঞ্চম একক চিত্রপ্রদর্শনী এবং তৃষা আর্ট গ্যালারির শুভ উদ্বোধন হয়।
উদ্বোধন করেন বিশিষ্ট লেখক, সাংবাদিক এবং জাতীয় তথ্য কমিশনের কমিশনার মাসুদা ভাট্টি, বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী মফিদুল হক, হাঙ্গেরিয়ান দূতাবাসের ঢাকা অফিসের কনসাল মি. স্যান্ডর ওলটেন, ব্ল্যাক মিরর ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান তালুকদার লেনিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিজ্ঞান লেখক সফিক ইসলাম।
মাসুদা ভাট্টি বলেন, বিক্রমপুরের শিল্পসংস্কৃতির গৌরবজনক ইতিহাস রয়েছে। ঢাকার বাইরে এমন একটি গ্যালারির উদ্বোধন সত্যিই একটি বিস্ময়কর বিষয়। তিনি রাজধানীর বাইরে এমন আর্ট গ্যালারির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি মনে করেন উন্নত বিশ্বের অনেক শহরের মতো তৃষা আর্ট গ্যালারির মাধ্যমে এই অঞ্চলটিও ভবিষ্যতে একটি অনন্য পর্যটন অঞ্চলে রূপ নিতে পারে।
আবুল খায়েরের শিল্পের নান্দনিকতায় তিনি বিস্মিত এবং অভিভূত বলে জানিয়েছেন বিশিষ্ট লেখক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। তিনি আবুল খায়েরের শিল্পসত্তার সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মোখলেসুর রহমান তালুকদার লেনিন বলেন, আবুল খায়ের একজন জাত শিল্পী। কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তিনি চিত্রকলায় যে সাফল্য অর্জন করেছেন তা দেখে যে কেউ বিস্মিত হবেন বলে মনে করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিল্প-সংস্কৃতি চর্চার বিকাশে স্থানীয় ধনিক শ্রেণির এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাটাহেড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজান ফরীদ, লেখক কাজী মহম্মদ আশরাফ, কবি করিম রেজা, চিত্রশিল্পী শেখ মহম্মদ জনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তৃষা আর্ট গ্যালারির প্রদর্শনী আগামী দুই সপ্তাহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৩ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
৬ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১৯ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২২ মিনিট আগে