Ajker Patrika

মানবাধিকারের নামে প্রতারণার অভিযোগে আটক ৯

কিশোরগঞ্জ প্রতিনিধি
মানবাধিকারের নামে প্রতারণার অভিযোগে আটক ৯
মানবাধিকার সংস্থার নামে প্রতারণার অভিযোগে আটকেরা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জে মানবাধিকার সংস্থার নামে প্রতারণার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকা থেকে তাঁদের আটক করেন র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন জেলা শহরের একরামপুর এলাকার মো. জালাল উদ্দিন (৭০), নীলগঞ্জ রোড চরশোলাকিয়া এলাকার জাহাঙ্গীর আলম (৫০), মো. আরিফুল আউয়াল (৩৪), তারাপাশা এলাকার মো. এনামুল হক (৪৫), বাদ শোলাকিয়া এলাকার মো. লিটন মিয়া (৪২), সদর উপজেলার বৌলাই দক্ষিণ রাজকুন্তি গ্রামের মো. আল মামুন (৪০), আজিজুল হক মাসুদ (৪৫), ইটনা উপজেলার এলোংজুড়ি গ্রামের এস এম ফারুক (৬৮) ও করিমগঞ্জ উপজেলার সাকুয়া গ্রামের মো. সবুজ মিয়া (৪৫)।

গতকাল বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১৪-এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন। এতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকায় ভুয়া মানবাধিকার আইনি সহায়তা কেন্দ্র খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে একটি প্রতারক চক্র। পরে বুধবার রাতে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক ব্যক্তিদের প্রতারণার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত