নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাড়তি দাম দিয়ে তেল কেনা এখন অনেকটাই গা সওয়া হয়ে গেছে ক্রেতাসাধারণের। এর মধ্যে আরও বেশি লাভের আশায় নতুন এক ফাঁদ পেতেছেন ব্যবসায়ীরা। মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছেন। ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে এসে ব্যবসায়ীদের এই প্রবণতা আরও বেড়ে যাওয়ায় তেলের বাজারে এখন আগুন।
এদিকে তেল মজুত রাখার গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিসমিল্লাহ স্টোরের একটি গোডাউন থেকে ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও মো. মাগফুর রহমান। অবৈধভাবে ভোজ্যতেল মজুতের দায়ে বিসমিল্লাহ স্টোরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বেশি দামে তেল বিক্রিসহ ভোক্তার সঙ্গে প্রতারণার দায়ে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এই অভিযানের পরে তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানান অভিযান সংশ্লিষ্টরা।
অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তারের নেতৃত্বে বেলা ১১টার পর কারওয়ান বাজারের কিচেন মার্কেটে অভিযান শুরু হয়। মার্কেটের নিচতলার মুদিদোকানে তেলের সংকট দেখে তিন তলায় ডিলার ও পাইকারি ব্যবসায়ীদের গুদামে যান এই কর্মকর্তা। একের পর এক গুদাম খুলতেই বেরিয়ে আসে কার্টন ভরা সয়াবিন তেল। সেই তেল নিচতলার মুদি দোকানিদের কাছে বিক্রি করা হয়।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে জানলাম, ভোজ্যতেলের মিলগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে। তাহলে তেল যাচ্ছে কোথায়? পরে কয়েকজন ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার সকালে কারওয়ান বাজারের দোতলা মার্কেটে অভিযান পরিচালনা করি। এ সময় দেখি, বিসমিল্লাহ স্টোর নামের প্রতিষ্ঠানটির গোডাউনের সামনে সিগারেটের প্যাকেট রেখে পেছনে তেল মজুত করে রাখা হয়েছে। অথচ তারা ক্রেতাদের বলছে, তাদের গোডাউনে তেল নেই, সরবরাহ কম। এই বলে তারা অবৈধভাবে মজুত করছে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে আমরা ২ লাখ টাকা জরিমানা করেছি।’
এ ছাড়া বেশি দামে তেল বিক্রি করায় সিদ্দিক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং বেশি দামে মুরগি বিক্রি করায় আরেকটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
ভোক্তা অধিকারের ফাহমিনা আক্তার আরও বলেন, ‘আমরা খুচরা ও পাইকারি বাজারের পাশাপাশি চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সয়াবিন তেল পরিশোধনকারী কোম্পানির মিলগেটেও তদারকি করছি। সেখান থেকে প্রতিদিন রেকর্ড পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে।’ তিনি বলেন, ‘বোতলের গায়ে উল্লেখ করা দামের চেয়ে কেউ এক টাকা বেশি দামে বিক্রি করলে জরিমানা করা হবে।’
ক্রেতা ও খুচরা বিক্রেতারা জানান, অভিযান পরিচালনার আগে কারওয়ান বাজারের অধিকাংশ দোকানেই সয়াবিন তেল ছিল না। হাতে গোনা কয়েকটি দোকানে সীমিত বোতল দেখা গেছে। তবে অভিযানের পরে দোকানগুলোতে তেল আসতে শুরু করে।
খুচরা বিক্রেতারা জানান, এক সপ্তাহ ধরেই সয়াবিন তেল চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। ডিলারদের কাছে তেল থাকলেও তাঁরা বেশি দামে তেল বিক্রি করেন।

বাড়তি দাম দিয়ে তেল কেনা এখন অনেকটাই গা সওয়া হয়ে গেছে ক্রেতাসাধারণের। এর মধ্যে আরও বেশি লাভের আশায় নতুন এক ফাঁদ পেতেছেন ব্যবসায়ীরা। মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছেন। ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে এসে ব্যবসায়ীদের এই প্রবণতা আরও বেড়ে যাওয়ায় তেলের বাজারে এখন আগুন।
এদিকে তেল মজুত রাখার গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিসমিল্লাহ স্টোরের একটি গোডাউন থেকে ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও মো. মাগফুর রহমান। অবৈধভাবে ভোজ্যতেল মজুতের দায়ে বিসমিল্লাহ স্টোরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বেশি দামে তেল বিক্রিসহ ভোক্তার সঙ্গে প্রতারণার দায়ে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এই অভিযানের পরে তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানান অভিযান সংশ্লিষ্টরা।
অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তারের নেতৃত্বে বেলা ১১টার পর কারওয়ান বাজারের কিচেন মার্কেটে অভিযান শুরু হয়। মার্কেটের নিচতলার মুদিদোকানে তেলের সংকট দেখে তিন তলায় ডিলার ও পাইকারি ব্যবসায়ীদের গুদামে যান এই কর্মকর্তা। একের পর এক গুদাম খুলতেই বেরিয়ে আসে কার্টন ভরা সয়াবিন তেল। সেই তেল নিচতলার মুদি দোকানিদের কাছে বিক্রি করা হয়।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে জানলাম, ভোজ্যতেলের মিলগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে। তাহলে তেল যাচ্ছে কোথায়? পরে কয়েকজন ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার সকালে কারওয়ান বাজারের দোতলা মার্কেটে অভিযান পরিচালনা করি। এ সময় দেখি, বিসমিল্লাহ স্টোর নামের প্রতিষ্ঠানটির গোডাউনের সামনে সিগারেটের প্যাকেট রেখে পেছনে তেল মজুত করে রাখা হয়েছে। অথচ তারা ক্রেতাদের বলছে, তাদের গোডাউনে তেল নেই, সরবরাহ কম। এই বলে তারা অবৈধভাবে মজুত করছে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে আমরা ২ লাখ টাকা জরিমানা করেছি।’
এ ছাড়া বেশি দামে তেল বিক্রি করায় সিদ্দিক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং বেশি দামে মুরগি বিক্রি করায় আরেকটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
ভোক্তা অধিকারের ফাহমিনা আক্তার আরও বলেন, ‘আমরা খুচরা ও পাইকারি বাজারের পাশাপাশি চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সয়াবিন তেল পরিশোধনকারী কোম্পানির মিলগেটেও তদারকি করছি। সেখান থেকে প্রতিদিন রেকর্ড পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে।’ তিনি বলেন, ‘বোতলের গায়ে উল্লেখ করা দামের চেয়ে কেউ এক টাকা বেশি দামে বিক্রি করলে জরিমানা করা হবে।’
ক্রেতা ও খুচরা বিক্রেতারা জানান, অভিযান পরিচালনার আগে কারওয়ান বাজারের অধিকাংশ দোকানেই সয়াবিন তেল ছিল না। হাতে গোনা কয়েকটি দোকানে সীমিত বোতল দেখা গেছে। তবে অভিযানের পরে দোকানগুলোতে তেল আসতে শুরু করে।
খুচরা বিক্রেতারা জানান, এক সপ্তাহ ধরেই সয়াবিন তেল চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। ডিলারদের কাছে তেল থাকলেও তাঁরা বেশি দামে তেল বিক্রি করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে